ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর ১৪৪৭

নড়াইলে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৭:০২, ৩০ জুলাই ২০২৫

নড়াইলে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ছবি: ঢাকা এক্সপ্রেস

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চর-পাচাইল বাজারে মুদি দোকানঘর পোড়ানো ও মালামাল লুটের মিথ্যা মামলা দিয়ে লিটন কাজীসহ প্রতিপক্ষকে ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চর-পাচাইল গ্রামবাসীর আয়োজনে বুধবার (৩০ জুলাই) দুপুরে বাজার চত্বরে এসব কর্মসূচী পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন-রোস্তম মোল্যা, মফিজুর রহমান, আজমল হোসাইন, আখেরা বেগম, আলামিন সহ অনেকে। বক্তারা বলেন, নড়াইলের ইতনা ইউনিয়নের চর-পাচাইল গ্রামের সাথী বেগম, আলিম খান ও হায়াত আলী খান কর্তৃক লিটন কাজীসহ প্রতিপক্ষের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদ জানাচ্ছি। তারা মিথ্যা মামলা দিয়ে গ্রামের নিরীহ সাধারণ মানুষকে হয়রানি করছেন। এ ছাড়া লিটন কাজীসহ প্রতিপক্ষের নামে আরেকটি মারধরের মামলা দায়ের করেছেন তারা।

চর-পাচাইল বাজারের ভাড়া দোকানি সাথী বেগমের অভিযোগ, গত ২৩ জুলাই তার দোকানের মালামাল লুটপাট করে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এসব ষড়যন্ত্র বলছেন দোকান মালিক ও ভুক্তভোগীরা। দোকান মালিক আলামিন ও তার মা আখেরা বেগম বলেন, সাথী বেগম আমাদের কাছ থেকে টিনশেডের দোকানটি ভাড়া নিয়েছেন। দোকানের গা ঘেষেই আমাদের বাড়ি। ভাড়া দেওয়া দোকানটিতে আগুন এবং মালামাল লুটের কোনো ঘটনা ঘটেনি। দোকানটি অক্ষত রয়েছে।

পাশের দোকানি সোহরাব খান ও এনায়েত শরীফ বলেন, ভাড়াটিয়া সাথী বেগমের দোকানে আগুনের ঘটনা ঘটেনি। মিথ্যা মামলা দিয়ে লিটন কাজী সহ গ্রামের সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। চর-পাচাইল গ্রামের রোস্তম মোল্যা, মফিজুর রহমান ও আজমল হোসাইন বলেন, সাথী বেগম, আলিম খান ও হায়াত আলী খান গ্রামে অশান্তি সৃষ্টি করছেন। তারা মামলা দিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়। আমরা এ মামলার সঠিক তদন্ত চাই।

ভুক্তভোগী লিটন কাজী বলেন, কোনো কারণ ছাড়াই আমাদের নামে দুটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। সঠিক তদন্ত করলে বাদীপক্ষই ফেঁসে যাবেন। গ্রামবাসী হয়রানিমূলক মামলা থেকে পরিত্রাণ চায়। এদিকে, বাদীপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় সাথী বেগম বাদী হয়ে আদালতে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন