ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মুহররম ১৪৪৭

উত্তরায় বিমান বিধ্বস্ত: এখনও আসছে আহতরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৩৭, ২১ জুলাই ২০২৫

উত্তরায় বিমান বিধ্বস্ত: এখনও আসছে আহতরা

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পাঁচ ঘণ্টা পার হলেও এখনও আহতদের হাসপাতালে আনা-নেওয়ার কাজ চলছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে থেমে থেমে পৌঁছাচ্ছে অ্যাম্বুলেন্স, আর তার সাইরেনের শব্দে চারপাশের পরিবেশ ভারি হয়ে উঠেছে।

সোমবার (২১ জুলাই) বিকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বহু মানুষ দগ্ধ হয়েছেন, যাদের অনেকে এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন।

সন্ধ্যার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে সরেজমিনে দেখা যায়, অ্যাম্বুলেন্সে করে একের পর এক রোগী আসছে। আনসার বাহিনী, পুলিশ, র‍্যাব এবং স্বেচ্ছাসেবকরা জরুরি বিভাগে দগ্ধদের ঢুকতে সহায়তা করছেন।

দেখা গেছে, কারও হাতে স্ট্রেচার, কেউ বা করিডোরে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন—স্বজন হারানোর বেদনায় হাসপাতালে যেন নেমে এসেছে এক বিষাদের ছায়া। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক গুরুতর রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন রোগী চিকিৎসাধীন আছেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন