শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৩৭, ২১ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
সোমবার (২১ জুলাই) বিকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বহু মানুষ দগ্ধ হয়েছেন, যাদের অনেকে এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন।
সন্ধ্যার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে সরেজমিনে দেখা যায়, অ্যাম্বুলেন্সে করে একের পর এক রোগী আসছে। আনসার বাহিনী, পুলিশ, র্যাব এবং স্বেচ্ছাসেবকরা জরুরি বিভাগে দগ্ধদের ঢুকতে সহায়তা করছেন।
দেখা গেছে, কারও হাতে স্ট্রেচার, কেউ বা করিডোরে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন—স্বজন হারানোর বেদনায় হাসপাতালে যেন নেমে এসেছে এক বিষাদের ছায়া। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক গুরুতর রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন রোগী চিকিৎসাধীন আছেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে