ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৭ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৫৫, ২৮ জুন ২০২৫

২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৭ জন

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) এই দুই মৃত্যুসহ চলতি বছরে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮১টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এর ফলে ২০২৫ সালে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জনে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের বয়স ৩১ থেকে ৪০ বছর, অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে।

এ নিয়ে ২০২৫ সালে করোনা সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২২ জন, যাদের মধ্যে ১২ জন নারী ও ১০ জন পুরুষ।

নতুন শনাক্ত ৭ জনের মধ্যে ৪ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রামের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। ঢাকায় ১৫৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪ জন। চট্টগ্রামে ২০টি নমুনা পরীক্ষায় ২ জন এবং ময়মনসিংহে ৩টি নমুনা পরীক্ষায় ১ জন শনাক্ত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার দাঁড়িয়েছে ১ দশমিক ৪৪ শতাংশ।

দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৮০ জন।
 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন