শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৫৫, ২৮ জুন ২০২৫
ছবি: সংগৃহীত
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮১টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এর ফলে ২০২৫ সালে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জনে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের বয়স ৩১ থেকে ৪০ বছর, অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে।
এ নিয়ে ২০২৫ সালে করোনা সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২২ জন, যাদের মধ্যে ১২ জন নারী ও ১০ জন পুরুষ।
নতুন শনাক্ত ৭ জনের মধ্যে ৪ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রামের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। ঢাকায় ১৫৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪ জন। চট্টগ্রামে ২০টি নমুনা পরীক্ষায় ২ জন এবং ময়মনসিংহে ৩টি নমুনা পরীক্ষায় ১ জন শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার দাঁড়িয়েছে ১ দশমিক ৪৪ শতাংশ।
দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৮০ জন।
ঢাকা এক্সপ্রেস/ বিডি