ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর ১৪৪৭

নির্বাচনী সীমানা পুনর্বিন্যাসে ইসির সিদ্ধান্ত

গাজীপুরে বাড়ছে এক আসন, বাগেরহাটে কমছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৩৭, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:৩৮, ৩০ জুলাই ২০২৫

গাজীপুরে বাড়ছে এক আসন, বাগেরহাটে কমছে

ছবি: সংগৃহীত

গাজীপুরে সবচেয়ে বেশি ভোটার থাকায় সেখানে একটি নতুন সংসদীয় আসন যোগ এবং ভোটার সংখ্যা কম হওয়ায় বাগেরহাটে একটি আসন কমানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রস্তাব দিয়েছে সংসদীয় আসন বিন্যাস বিষয়ক বিশেষজ্ঞ ও কারিগরি কমিটি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ‘প্রত্যেকটি আসনে গড়ে ৪ লাখ ২০ হাজার ৫০০ জন ভোটার ধরে আমরা সীমানা নির্ধারণের কাজ করছি। গাজীপুরে ভোটার সবচেয়ে বেশি, তাই সেখানে একটি আসন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, বাগেরহাটে গড়ের চেয়ে কম ভোটার থাকায় সেখান থেকে একটি আসন কমানোর সুপারিশ করা হয়েছে।’

কমিশনার আরো জানান, ৪২টি আসনের সীমানা পুনঃনির্ধারণের সুপারিশ করলেও নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ৩৯টি আসনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে ১০ আগস্টের মধ্যে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।

সীমানা পুনঃনির্ধারণের প্রস্তাবিত আসনসমূহ:

পঞ্চগড়: ১ ও ২

রংপুর: ৩

সিরাজগঞ্জ: ১ ও ২

সাতক্ষীরা: ৩ ও ৪

শরিয়তপুর: ২ ও ৩

ঢাকা: ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯

গাজীপুর: ১, ২, ৩, ৫ ও ৬

নারায়ণগঞ্জ: ৩, ৪ ও ৫

সিলেট: ১ ও ৩

কুমিল্লা: ১, ২, ১০ ও ১১

নোয়াখালী: ১, ২, ৪ ও ৫

চট্টগ্রাম: ৭ ও ৮

বাগেরহাট: ২ ও ৩

খুলনা: (বর্তমান বিন্যাস অপরিবর্তিত)

কমিশনার আনোয়ারুল আরো বলেন, ‘সংবিধানের ১১৯ থেকে ১২৪ ধারা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। এই প্রক্রিয়ায় বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয় এবং ২০২২ সালের জনশুমারির তথ্যও বিবেচনায় আনা হয়েছে।’

তিনি উল্লেখ করেন, সীমানা পুনর্বিন্যাসের লক্ষ্য হচ্ছে ভোটারের ভারসাম্য রক্ষা এবং প্রতিনিধিত্বের সাম্যতা নিশ্চিত করা। কমিশন যথাসময়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তা গেজেট আকারে প্রকাশ করবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন