শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৪০, ৩০ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড—এই পদেই মাঠপর্যায়ে ভূমি সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকেন বিসিএস ক্যাডারের নতুন কর্মকর্তারা। এক্ষেত্রে ৩৭তম ব্যাচের কর্মকর্তারা দায়িত্ব গ্রহণের পর নির্ধারিত সময় পূর্ণ করায় তাঁদের পদায়ন পুনর্বিন্যাস করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পর্যায়ক্রমে এসি ল্যান্ডের দায়িত্ব থেকে ৩৭তম ব্যাচের সব কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন পদে পুনর্বিন্যাস করা হচ্ছে। এটি প্রশাসনিক স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলেও তিনি উল্লেখ করেন।
এই রদবদলের ফলে মাঠ প্রশাসনে কিছুটা পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে ভূমি ব্যবস্থাপনায় নতুন ব্যাচের কর্মকর্তাদের দায়িত্বগ্রহণের মাধ্যমে নতুন দৃষ্টিভঙ্গি এবং কৌশল প্রতিফলিত হতে পারে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে