শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১৬, ২৯ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত ও সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
বৈঠকে আলোচ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির (বিওএফ) সম্প্রসারণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিলসের ৫৪ দশমিক ৯৯ একর জমি হস্তান্তরের প্রস্তাব। প্রায় ১৭ কোটি টাকার বিনিময়ে জমি হস্তান্তরের এই প্রস্তাব নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘তারা জমি চেয়েছে, তবে আমরা সাফ জানিয়ে দিয়েছি—প্রতীকী মূল্যে জমি দেওয়া হবে না। তাদেরকে জমি দেওয়া হতে পারে, তবে এর জন্য উপযুক্ত মূল্য পরিশোধ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘প্রতীকী মূল্যে জমি দেওয়া হলে সেসব জমির যথাযথ ব্যবহার নিশ্চিত হয় না। অনেক সময় প্রকৃত প্রয়োজনের চেয়ে অনেক বেশি জমির জন্য আবেদন করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, যেখানে ১০ একর যথেষ্ট, সেখানে ১০০ একরের দাবি জানানো হয়। এই প্রবণতা বন্ধ করতে হবে।’
ড. সালেহউদ্দিন আহমেদ জানান, সরকারি সম্পদের ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতে আরো কঠোর ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি।
ঢাকা এক্সপ্রেস/ইউকে