শিরোনাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১:২৪, ৯ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
গুলিবিদ্ধ তিনজন হলেন- বিএনপির ইতালি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুজ্জামান রতন, তার বন্ধু হুমায়ূন কবির ও মোহাম্মদ ইউনুস। এ ঘটনায় শাহিন নামে আরেকজন আহত হয়েছেন।
ইতালিতে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা বলছেন, রতন নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। একদল অস্ত্রধারী সেখানে ঢুকে গুলি চালায়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাতে জানা যায়, মুখোশধারী অস্ত্রধারীরা হঠাৎ প্রবেশ করে রতনকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পরপরই পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে রতনের একটি গুলি অপসারণ করেন। তবে তার শরীরে বুক সহ মোট তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে রতন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। রতন মাত্র দুই দিন আগে ইতালি বিএনপির আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন।
ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম বলেন, সন্ত্রাসী হামলায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি নেতা কামরুজ্জামান রতন। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। রতনকে সন্ত্রাসীরা তিনটি গুলি করে বলে ফেসবুকে লিখেছেন আমিনুর রহমান।
ঘটনার বর্ণনায় আরেক পোস্টে তিনি লেখেন, রতনের বন্ধু হুমায়ুন কবির ভাইও গুলিবিদ্ধ। বারে থাকার একপর্যায়ে (সন্ত্রাসীদের সঙ্গে) ধস্তাধস্তির সময় হুমায়ুন ভাইয়ের হাতে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। গুলি হাতের ওপাশ দিয়ে বের হয়ে যায়।
রোহিন আহমেদ নামে ইতালি প্রবাসী আরেকজন ফেসবুকে লেখেন, কামরুজ্জামান রতন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবিদ্ধ হয়েছেন। তার সুস্থতা কামনা করছি।
রোমে বাংলাদেশ দূতাবাসের সচিব আসিফ আনাম সিদ্দিকী বলেন, আহতদের নিকটাত্মীয়দের সঙ্গে দূতাবাস হতে যোগাযোগ করা হয়েছে। তাদের দূতাবাস হতে ঘটনার সুষ্ঠু তদন্তের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
গত মাসে ইতালিতে পৃথক সন্ত্রাসী হামলায় দুজন প্রবাসী বাংলাদেশি নিহত হন। এতে প্রবাসীদের মধ্যে নিরাপত্তাহীনতা আরো বেড়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে