ঢাকা, রোববার, ১০ আগস্ট ২০২৫

২৬ শ্রাবণ ১৪৩২, ১৫ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
৬-১ ব্যবধানে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেল বাংলাদেশি মেয়েরা
Scroll
ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র: ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি
Scroll
‘শূন্য’ রিটার্নের বিধান নেই, দিলে হতে পারে ৫ বছরের জেল: এনবিআর
Scroll
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মদিন আজ
Scroll
ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা
Scroll
ঢাকার নিউ মার্কেট থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯
Scroll
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজ থেকে ট্রাকে মিলবে টিসিবি’র পণ্য
Scroll
খসড়া ভোটার তালিকা প্রকাশ: দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ
Scroll
এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
Scroll
কুষ্টিয়ায় ভাড়া বাসা থেকে ঊর্মি খাতুন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার
Scroll
প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে বিক্ষোভ, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৪৬৬
Scroll
ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণ করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ইতালিতে বিএনপি নেতাসহ ৩ বাংলাদেশি গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১:২৪, ৯ আগস্ট ২০২৫

ইতালিতে বিএনপি নেতাসহ ৩ বাংলাদেশি গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

ইতালিতে বিএনপির সাবেক এক নেতা সহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোমের তরবেল্লা মোনাক্কা এলাকায় স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ তিনজন হলেন- বিএনপির ইতালি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুজ্জামান রতন, তার বন্ধু হুমায়ূন কবির ও মোহাম্মদ ইউনুস। এ ঘটনায় শাহিন নামে আরেকজন আহত হয়েছেন।

ইতালিতে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা বলছেন, রতন নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। একদল অস্ত্রধারী সেখানে ঢুকে গুলি চালায়।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাতে জানা যায়, মুখোশধারী অস্ত্রধারীরা হঠাৎ প্রবেশ করে রতনকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পরপরই পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে রতনের একটি গুলি অপসারণ করেন। তবে তার শরীরে বুক সহ মোট তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে রতন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। রতন মাত্র দুই দিন আগে ইতালি বিএনপির আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন।

ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম বলেন, সন্ত্রাসী হামলায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি নেতা কামরুজ্জামান রতন। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। রতনকে সন্ত্রাসীরা তিনটি গুলি করে বলে ফেসবুকে লিখেছেন আমিনুর রহমান।

ঘটনার বর্ণনায় আরেক পোস্টে তিনি লেখেন, রতনের বন্ধু হুমায়ুন কবির ভাইও গুলিবিদ্ধ। বারে থাকার একপর্যায়ে (সন্ত্রাসীদের সঙ্গে) ধস্তাধস্তির সময় হুমায়ুন ভাইয়ের হাতে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। গুলি হাতের ওপাশ দিয়ে বের হয়ে যায়।

রোহিন আহমেদ নামে ইতালি প্রবাসী আরেকজন ফেসবুকে লেখেন, কামরুজ্জামান রতন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবিদ্ধ হয়েছেন। তার সুস্থতা কামনা করছি।

রোমে বাংলাদেশ দূতাবাসের সচিব আসিফ আনাম সিদ্দিকী বলেন, আহতদের নিকটাত্মীয়দের সঙ্গে দূতাবাস হতে যোগাযোগ করা হয়েছে। তাদের দূতাবাস হতে ঘটনার সুষ্ঠু তদন্তের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

গত মাসে ইতালিতে পৃথক সন্ত্রাসী হামলায় দুজন প্রবাসী বাংলাদেশি নিহত হন। এতে প্রবাসীদের মধ্যে নিরাপত্তাহীনতা আরো বেড়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন