ঢাকা, শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

২৪ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৭

মাদুরোকে ধরিয়ে দিলে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪:৫১, ৮ আগস্ট ২০২৫

মাদুরোকে ধরিয়ে দিলে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিকোলাস মাদুরো। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘বিশ্বের অন্যতম প্রধান মাদক চোরাকারবারি’ হিসেবে উল্লেখ করে তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার বাড়িয়ে পাঁচ কোটি ডলার ঘোষণা করেছে।

বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই মাদুরোর সমালোচক। বিতর্কিত ভোটে দ্বিতীয়বার জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর মাদুরোর নির্বাচনী ফলাফল আন্তর্জাতিক মহলের বড় অংশ প্রত্যাখ্যান করেছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, পূর্বে আড়াই কোটি ডলার ছিল পুরস্কারের পরিমাণ, সেটি দ্বিগুণ করে ৫ কোটি ডলারে উন্নীত করা হয়েছে।

ভেনেজুয়েলা সরকার এ অভিযোগে সরাসরি কোনো প্রতিক্রিয়া দেয়নি, তবে মাদুরো সবসময় এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র সরকার মাদুরো ও তার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মাদক চোরাচালান, সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগ তোলে। মার্কিন বিচার বিভাগ দাবি করে, মাদুরো কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সঙ্গে মিলিত হয়ে যুক্তরাষ্ট্রকে ‘কোকেন অস্ত্র হিসেবে ব্যবহার’ করছিলেন।

বন্ডি এক্স প্ল্যাটফর্মে বলেন, মাদুরো ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া (যাকে ট্রাম্প প্রশাসন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে) এবং মেক্সিকোর সিনালোয়া কার্টেলের সঙ্গে মাদক চোরাচালানে জড়িত। তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) মাদুরো ও সহযোগীদের সম্পৃক্ততা সন্দেহে ৩০ টন কোকেন জব্দ করেছে, যার মধ্যে ৭ টনের সঙ্গে সরাসরি মাদুরোর সংশ্লিষ্টতা রয়েছে।

মাদুরো আগেও যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

বিবিসি আরো উল্লেখ করেছে, বন্ডির এই মন্তব্য দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনার ধারাবাহিক অংশ। তবে দ্বিগুণ পুরস্কারের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি অ্যাটর্নি জেনারেল।

২০১৩ সালে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট উগো চাভেজের মৃত্যুর পর মাদুরো ইউনাইটেড সোশালিস্ট পার্টির নেতা হিসেবে ক্ষমতায় আসেন। একাধিকবার তার বিরুদ্ধে বিরোধী দল ও ভিন্নমত দমন করার অভিযোগ উঠেছে।

গত বছরের বিতর্কিত নির্বাচনের পর দেশজুড়ে বিক্ষোভের মধ্যে তিনি ক্ষমতা ধরে রেখেছেন।

ভেনেজুয়েলার সাবেক সামরিক গোয়েন্দা প্রধান উগো কারবাহান, যিনি ‘এল পলো’ (দ্য চিকেন) নামে পরিচিত, মাদ্রিদে গ্রেপ্তার হওয়ার পর যুক্তরাষ্ট্রের আদালতে একাধিক মাদক মামলায় দোষী সাব্যস্ত হন। যদিও শুরুতে তিনি অভিযোগ অস্বীকার করলেও পরবর্তীতে কম শাস্তির বিনিময়ে মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সাম্প্রতিক সময়ে মাদুরোর সরকারের বিরুদ্ধে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন