ঢাকা, শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

২৪ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৭

দিনাজপুরে সাংবাদিকদের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭:৩৮, ৮ আগস্ট ২০২৫

দিনাজপুরে সাংবাদিকদের মানববন্ধন

ছবি: ঢকা এক্সপ্রেস

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেইন সৌরভের উপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালন করে সাংবাদিক সমাজ।

শুক্রবার দুপুর দুইটায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধনে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন মত প্রকাশের দাবি জানান। তারা নির্মমভাবে আসাদুজ্জামান তুহিনকে হত্যা, বিচার সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে না আনলে পরিস্থিতি আরো ভয়াবহ ধারণ করবে।

দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজাহারুল আজাদ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, ডিবিসি টেলিভিশরে জেলা প্রতিনিধি মোরশেদুর রহমান, নাগরিক টিভির আবুল কাশেম, যমুনা টিভির মাহফুজুল হক আনার, এনটিভির ফারুক হোসেন, এসএ টিভির খাদেমুল ইসলাম, দৈনিক করতোয়ার দিনাজপুর প্রতিনিধি শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, প্রমথেশ শীল প্রমুখ।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন