শিরোনাম
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:৫৮, ৮ আগস্ট ২০২৫ | আপডেট: ২০:০১, ৮ আগস্ট ২০২৫
ছবি: ঢকা এক্সপ্রেস
হেলেন জেরিন খান আরো বলেন, গ্রামের অনেক নারীরা তাদের যে রোগ হয়েছে সেটা পরিবারকে তারা জানতে দেয় না। সেটা নিজেদের মধ্যে ধারণ করেন। পরিবারে বড় ধরনের সমস্যা মোকাবেলা করতে গিয়ে তাদের যে সমস্যা সেটা তারা ভুলে যায়। আর কখনো তারা সেটা কাউকে বলতে পারেনা। তারা এক সময় ঐ রোগে বিনা চিকিৎসায় মারা যায়। তাই আমি সমাজে অবহেলিত অসহায় নারীদের সব সময় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাবো। আমি একজন নারী হয়ে তাদের পাশে থেকে সকল ধরনের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ।
এ দিকে ডু বেটার ফর দি চিলড্রেন (ডিবিসি) বাস্তবায়নে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রতিদিন শুক্রবার ও শনিবার বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ করা হয়। সকল সেবা পেয়ে খুশি হতদরিদ্র সাধারণ মানুষেরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, জেলা বিএনপির সদস্য কে এম তোফাজ্জল হোসেন সান্টু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, কৃষক দলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান খান প্রমূখ।
ঢাকা এক্সপ্রেস/ইউকে