ঢাকা, শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

২৪ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৭

তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮:২২, ৮ আগস্ট ২০২৫

তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ

ছবি: বাফুফে

ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে গোলের উৎসব করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। পূর্ব তিমুরকে ৮–০ গোলে উড়িয়ে দিয়েছে লাল–সবুজের মেয়েরা। তৃষ্ণা রানী সরকার করেছেন দুর্দান্ত হ্যাটট্রিক। বাকি গোলগুলো করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মত সাগরিকা।

ম্যাচের ১৮ মিনিটে শান্তি মার্ডির শট রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক, তবে দুই মিনিট পরই কর্নার থেকে আসা বল হেড করে জালে পাঠান রাইট উইঙ্গার সিনহা শিখা। ২০তম মিনিটেই গোলের খাতা খোলে বাংলাদেশ। এরপর ৩৩ মিনিটে শান্তির বাঁ পায়ের বাঁকানো কর্নার সরাসরি জালে জড়ায়, যা ম্যাচের দ্বিতীয় গোল। তিন মিনিট পর শান্তির কর্নার থেকে হেডে গোল করেন সেন্টার ব্যাক নবীরণ খাতুন। বিরতির আগ মুহূর্তে সাগরিকার কাটব্যাক থেকে তৃষ্ণা এক ডিফেন্ডারকে কাটিয়ে সহজেই বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান ৪–০ তে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ ধরে রাখে বাংলাদেশ। ৭২ মিনিটে সাগরিকা নিজেই নাম লেখান স্কোরশিটে, ষষ্ঠ গোল করেন তিনি। ৮২ মিনিটে তৃষ্ণা রানী সরকার পূর্ণ করেন হ্যাটট্রিক—মধ্যমাঠ থেকে বল নিয়ে দৌড়ে বক্সে ঢুকে সাগরিকার কাটব্যাকে অনায়াসে জালে পাঠান। যোগ করা সময়ে মুনকি আক্তারের গোলে আট গোলের জয় নিশ্চিত হয়।

এর আগে প্রথম ম্যাচে লাওসকে ৩–১ গোলে হারিয়েছিল বাংলাদেশ, যেখানে সাগরিকা করেছিলেন জোড়া গোল এবং মুনকি করেছিলেন একটি। গ্রুপের শেষ ম্যাচে আগামী রোববার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে লাল–সবুজরা।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন