শিরোনাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:২৯, ৮ আগস্ট ২০২৫
ছবি: ঢকা এক্সপ্রেস
র্যাব জানায় , শুক্রবার (৮ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১০ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে এক্সপ্রেসওয়েতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী ওয়েলকাম এক্সপ্রেস লি. (ঢাকা মেট্রো-ব-১৫-৮৯২৫) বাস থেকে মাদক সহ এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম মো. রমজান মোল্লা (২৮)। তিনি নড়াইল জেলার নড়াগাতী থানার পাখিমারা গ্রামের মো. মোস্তফা মোল্লার ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমজান মোল্লা স্বীকার করেছেন যে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে যাত্রীবাহী বাসে যাত্রী সেজে দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে সরবরাহ করতেন। তার বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে