শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২০:৫৯, ৮ আগস্ট ২০২৫
গণঅধিকার পরিষদ নেতা জাহিদ শেখ
একান্ত আলোচনায় গণঅধিকার পরিষদ তেজগাঁও থানার সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদ শেখ বলেন, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে আমার জন্ম। ছোট থেকেই ইচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করবো। আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করি। তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ থেকে আমি রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী।
আপনারা জানেন, গত ষোল বছর সাধারণ মানুষ ও সংবাদ পত্রের বাক স্বাধীনতা ছিল না। ফ্যাসিবাদী হাসিনা সরকারের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে, তাকে গুম করে ফেলা হতো না। হয় তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিত। বিনা ভোটের আওয়ামী লীগ সরকার ছাড়া ভিন্ন দলের রাজনৈতিক সভা সমাবেশ করা-এক প্রকার নিষিদ্ধই ছিল। গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢা.বি. সাবেক ভিপি নুরুল হক নূর ভায়ের নেতৃত্বে আমরা মাঠে সরব ছিলাম। সকল অন্যায়ের প্রতিবাদ করেছি। ছাত্রজনতার গনঅভ্যুত্থানে আজকে তাদের পতন হয়েছে, আমরা নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। তাই আগামীতে রাজবাড়ী-২ আসন থেকে আমি দলের কাছে মনোনয়ন চাইব। দলীয় সমর্থন পেলে অবশ্যই আমি নির্বাচনে বিজয়ী হবো।
প্রশ্ন নির্বাচনে বিজয়ের পরে মানুষের জন্য কোন কাজটি করবেন? তিনি বলেন, দেখুন এই রাজবাড়ী জেলাটি একটি অবহেলিত জেলা। এখানে কোন ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠান নাই। এজন্য এই জেলার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ঢাকা বা অন্য কোন জেলাতে যেতে হয়। ভাল হাসপাতাল না থাকায় এই অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য পার্শবর্তী জেলাতে যেতে হয়। আমি নির্বাচিত হলে এই জেলাতে উচ্চ মানের শিক্ষা প্রতিষ্ঠান ও একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তুলবো। এ ছাড়া বেকার যুবক দের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য কারিগরী প্রশিক্ষনের ব্যবস্থা করবো। পাশাপাশি সমাজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করবো । সর্বোপরি তরুন প্রজন্মকে সাথে নিয়ে রাজবাড়ী জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সকল পদক্ষেপ গ্রহন করবো। আমি সকলের দোয়া সমর্থন কামনা করি।
ঢাকা এক্সপ্রেস/ইউকে