ঢাকা, শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

২৪ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৭

গাজীপুরে ব্যাগে মিললো খণ্ডিত মরদেহ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪:৩৭, ৮ আগস্ট ২০২৫ | আপডেট: ১৪:৩৮, ৮ আগস্ট ২০২৫

গাজীপুরে ব্যাগে মিললো খণ্ডিত মরদেহ

খণ্ডিত মরদেহ রাখা সেই ব্যাগ

গাজীপুরের টঙ্গীতে রাস্তায় ফেলে রাখা একটি ব্যাগ থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকালে টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় হাজীর বিরিয়ানির সামনে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রথমে কৌতূহলবশত তা খোলেন। ব্যাগের ভেতরে দেখা যায় মানুষের দেহের কয়েকটি টুকরো।

পরে খবর পেয়ে সকাল ৯টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর হলেও তার পরিচয় এখনো শনাক্ত হয়নি।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে। পরে সেগুলো ব্যাগে ভরে টঙ্গীর ওই স্থানে ফেলে পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন