ঢাকা, শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

২৩ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৭

নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতেই, ভোট হবে রমজানের আগেই

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ২১:২৪, ৭ আগস্ট ২০২৫

নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতেই, ভোট হবে রমজানের আগেই

দেশের রাজনৈতিক অঙ্গনে ফের সরব নির্বাচনী প্রস্তুতি। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ২০২৫ সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধেই। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে—ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে পবিত্র রমজান মাস শুরুর আগেই।

আজ বৃহস্পতিবার দীর্ঘ বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে ইসির এই গুরুত্বপূর্ণ বৈঠক। এতে প্রবাসী ভোটাধিকার, আচরণবিধির চূড়ান্ত খসড়া এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে বিশদ আলোচনা হয়।

কমিশনার জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তাঁরা আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। বিশেষ করে প্রবাসী ভোটারদের কথা মাথায় রেখে এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকছে। এ কারণে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই প্রতীকসহ ব্যালট পেপার বিদেশে পাঠানো হবে।

তবে তফসিল ঘোষণার নির্দিষ্ট দিন নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়নি। এ প্রসঙ্গে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘তফসিল ঘোষণার বিষয়টি আমরা পরে নির্ধারণ করব। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আগেই জানিয়েছেন, ভোটের আনুমানিক ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।’

তিনি আরও জানান, যদি আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়, তাহলে শপথগ্রহণ ও নতুন সরকারের দায়িত্ব গ্রহণের জন্য কিছুটা সময় রেখে তার আগেই ভোটগ্রহণ শেষ করার পরিকল্পনা রয়েছে।

রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধির খসড়া ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। তবে আরপিও সংশোধন নিয়ে আলোচনা এখনও চলমান, যা পরবর্তী বৈঠকে নিষ্পত্তি হবে বলে জানায় ইসি।

প্রসঙ্গত, নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক টানাপড়েন এরই মধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইসির ঘোষণার পর দেশের রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন