শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৭:৪১, ৭ আগস্ট ২০২৫
পরিচালিত হচ্ছে মোবাাইল কোর্ট । ছবি: ঢাকা এক্সপ্রেস
ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী পরিচালিত এ অভিযানে ‘হাসান মেডিকেল’, ‘ফিরোজ মেডিকেল’ এবং ‘ওসমান মেডিকেল হল’কে ২০ হাজার টাকা করে, ‘আনোয়ারা মেডিকেল হল’কে ৩০ হাজার টাকা এবং ‘ইসলামী মেডিকেল হল’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রি খীসা। অভিযানে সহায়তা করেন কুমিল্লা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা ও লালমাই থানা পুলিশ।
ঢাকা এক্সপ্রেস/ এসএ