ঢাকা, বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

২৩ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৭

লালমাইয়ে পাঁচটি ফার্মেসীকে ৯৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭:৪১, ৭ আগস্ট ২০২৫

লালমাইয়ে পাঁচটি ফার্মেসীকে ৯৫ হাজার টাকা জরিমানা

পরিচালিত হচ্ছে মোবাাইল কোর্ট । ছবি: ঢাকা এক্সপ্রেস

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে বৃহস্পতিবার (৭ আগস্ট) মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ এবং ওভার দ্য কাউন্টার ঔষধ ছাড়া রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক মজুদ ও বিক্রয়ের অভিযোগে পাঁচটি ফার্মেসীকে ৯৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী পরিচালিত এ অভিযানে ‘হাসান মেডিকেল’, ‘ফিরোজ মেডিকেল’ এবং ‘ওসমান মেডিকেল হল’কে ২০ হাজার টাকা করে, ‘আনোয়ারা মেডিকেল হল’কে ৩০ হাজার টাকা এবং ‘ইসলামী মেডিকেল হল’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রি খীসা। অভিযানে সহায়তা করেন কুমিল্লা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা ও লালমাই থানা পুলিশ।

ঢাকা এক্সপ্রেস/ এসএ

আরও পড়ুন