ঢাকা, শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

২৪ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৭

রাজধানীসহ সারাদেশে টানা বৃষ্টি

চার দিন অব্যাহত থাকার পূর্বাভাস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২:২৭, ৮ আগস্ট ২০২৫

চার দিন অব্যাহত থাকার পূর্বাভাস

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে অবিরাম বৃষ্টি ঝরছে। শুধু ঢাকাই নয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলেই চলছে বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অন্তত আগামী চার দিন দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বৃষ্টির প্রবণতা বেড়েছে। আজ দিনভরই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকায় দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে কিছুটা কমলেও আকাশ মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৮৯ মিলিমিটার। একই সময়ে রাজধানীতে বৃষ্টি হয়েছে মাত্র ২ মিলিমিটার, তবে ভোরের পর থেকে ঢাকায় বৃষ্টির তীব্রতা বেড়েছে।

শুক্রবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের বহু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার হিসাবে, কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ‘ভারী বৃষ্টি’ হিসেবে গণ্য হয়।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ আরও জানান, শনিবার (৯ আগস্ট) থেকে বৃষ্টি কিছুটা কমে আসতে পারে, তবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন