শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৪:২৬, ২৭ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বুলবুল আফগানিস্তানের উদাহরণ টেনে বলেন, ‘কীভাবে ইমার্জিং ও হাইপারফরম্যান্স দল গঠন করা হবে এবং কোন মানদণ্ডের ভিত্তিতে হাইপারফরম্যান্স থেকে খেলোয়াড়রা জাতীয় দলে যাবে সেগুলো অত্যন্ত কঠোরতার সঙ্গে যাচাই করত আফগানিস্তান।’
খেলোয়াড় বাছাইয়ে স্বচ্ছ ও কঠিন একটি পদ্ধতি থাকতে হবে বলে মনে করেন বুলবুল, ‘দল নির্বাচনে একটা পদ্ধতি থাকা উচিৎ। সে অনুসারে খেলোয়াড়দের খেলার সুযোগ দেওয়া যাবে। (দলে আসতে হলে) সেই পদ্ধতি ও ফ্রেমওয়ার্কের মধ্যেই তাদের পারফরম্যান্স করতে হবে। ওইটা না থাকলে আমরা আমাদের লক্ষ্য হারিয়ে ফেলব।’
আন্তর্জাতিক সূচির সঙ্গে ঘরোয়া টুর্নামেন্টের ফরম্যাটে মিল রাখলে প্রস্তুতির সঠিক প্রয়োগ হবে জানিয়ে বিসিবি প্রধান বলেন, ‘জাতীয় দলের খেলার সঙ্গে মিল রেখে ঘরোয়া ক্রিকেটের ফ্রেইমওয়ার্ক ঠিক করতে হবে। যেমন আমাদের দল যদি টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ খেলতে যায়, তাহলে এশিয়া কাপের আগে ঘরোয়া ক্রিকেট অবশ্যই টি-টোয়েন্টি ফরম্যাটে হতে হবে। এভাবে সবকিছু বিশ্লেষণ করতে হবে। সবকিছুই আমরা ধীরে ধীরে প্রয়োগ করব।’
ঢাকা এক্সপ্রেস/আরইউ