শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৫৮, ২৬ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
মায়ামি এক বিবৃতিতে জানিয়েছে, ৩১ বছর বয়সী ডি পল আপাতত ২০২৫ সালের শেষভাগ পর্যন্ত লোনে এসেছেন। তবে ২০২৯ সালের এমএলএস মৌসুম পর্যন্ত ট্রান্সফার স্থায়ী করার বিকল্প শর্ত রয়েছে।
২০২২ সালে কাতারে মেসিকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ জেতেন আর্জেন্টিনার ডি পল। তবে বিশ্বচ্যাম্পিয়ন এই তারকার জন্য আপাতত সেরা একাদশে জায়গা পাওয়া কঠিন হবে। কেননা দলের গুরুত্বপূর্ণ তিনটি স্থান লিওনেল মেসি, জর্ডি আলবা এবং সার্জিও বুসকেটসের দখলে।
তবে লোনপর্ব শেষ হলে ডি পলের সঙ্গে বড় চুক্তিতে যেতে পারে মায়ামি। মাদ্রিদের সঙ্গে এক বছরের মতো চুক্তি বাকি আছে তার। মায়ামির সঙ্গে নতুন চুক্তি হলে তখন হয়তো নিয়মিত একাদশে একটি স্থায়ী জায়গা থাকবে এই মিডফিল্ডারের।
মায়ামিতে যোগ দেওয়া প্রসঙ্গে ডি পল বলেন, ‘ইন্টার মায়ামিতে আমার আসার পেছনে কারণ হলো প্রতিযোগিতা করা, শিরোপা জয় এবং ক্লাবের ইতিহাসে পাতার নাম লেখানোর ইচ্ছা। এটি এমন একটি ক্লাব যা দুর্দান্ত হতে এবং দীর্ঘ ইতিহাস ধারণ করতে যাচ্ছে। যাতে বহু মানুষ এই অবিশ্বাস্য দলটিকে অনুসরণ করতে পারে।’
ওয়ার্ল্ড সকারটক-এর মতে, মেসির সঙ্গে খেলতেই ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন দুটি কোপা আমেরিকা ও কাতার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। তাকে মেসির ‘বডিগার্ড’ বলা হয়। ক্লাব পর্যায়েও মেসির পাশে খেলার শখ পূরণ করতেই নাকি তার এমন সিদ্ধান্ত। রোমানো বিষয়টির ব্যাখ্যা করে বলেছেন, ‘এই চুক্তিতে মেসির প্রভাব বড় ভূমিকা রেখেছে, তবে এটাই একমাত্র কারণ নয়।’
অন্য সেই কারণটি হলো, অ্যাতলেতিকো মাদ্রিদে ২০২১ সালে যোগ দেওয়া ডি পলের সঙ্গে ২০২৬ সালে চুক্তি শেষ অ্যাতলেতিকোর। সামনে মাত্র এক বছর চুক্তির মেয়াদ থাকলেও তা নবায়নে আগ্রহী নয় লা লিগার ক্লাবটি। এক বছর পরে তার বয়স হবে ৩২ বছর। ওই সময় ফ্রি এজেন্ট হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার নিয়ে দোটানায় পড়তে চান না তিনি। অ্যাতলেতিকো এখনই তাকে বিক্রির তোড়জোড় না করলেও ডি পল নিজে থেকেই চলতি মৌসুমে দলবদল করতে চেয়েছিলেন। ধার শেষে কেনার শর্তেই তাই ইন্টার মায়ামি ও অ্যাতলেটিকো সমঝোতা করেছে।
গত মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদ কোনো শিরোপা না জিতলেও মৌসুমজুড়ে ফর্মের তুঙ্গে থেকে ৫৩ ম্যাচে খেলেছেন ডি পল। তাঁর সেরা দিক হলো, উদিনেসে পাঁচ মৌসুমের পর অ্যাতলেতিকোয় চার মৌসুমই ইনজুরিমুক্ত থেকে ফিটনেসের শীর্ষে থেকে খেলেছেন তিনি। টানা নয় মৌসুম অন্তত ৩৫টি করে ম্যাচ খেলা একজন মিডফিল্ডারের ৩১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মেজর লিগে চলে যাওয়া দলবদলের অন্যতম বিস্ময় হয়ে থাকবে।
ঢাকা এক্সপ্রেস/আরইউ