ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫

৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মুহররম ১৪৪৭

শিরোনাম

Scroll
প্রধান উপদেষ্টার সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
Scroll
বিমান বিধ্বস্তে প্রকৃত সংখ্যা নির্ণয় করে তালিকা প্রস্তুত করতে কমিটি গঠন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের
Scroll
শোকের সময় শান্ত ও সংহত থাকুন, জনগণের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
Scroll
শক্তিশালী পাসপোর্ট তালিকায় সিঙ্গাপুর শীর্ষে, বাংলাদেশ ৯৪তম
Scroll
এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একদিনে হবে: শিক্ষা উপদেষ্টা সি আর আবরার
Scroll
ব্রাহ্মণবাড়িয়ায় চিরনিদ্রায় শায়িত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাসুকা বেগম নিপু
Scroll
টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চান বাংলাদেশি ব্যাটার জাকের আলী
Scroll
হেভি মেটাল কিংবদন্তি ওজি ওসবার্ন আর নেই

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চান জাকের আলী

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯:৩৬, ২৩ জুলাই ২০২৫ | আপডেট: ১১:৪৬, ২৩ জুলাই ২০২৫

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চান জাকের আলী

ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা। দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের ব্যাটসম্যান জাকের আলী। সংবাদ সম্মেলনে জাকের জানালেন, তার ইচ্ছা এখন পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা।

লো স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তবে এমন ম্যাচেও ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলেন জাকের আলী। তার ব্যাটেই মূলত লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানকে তৃতীয় টি-টোয়েন্টিতেও হারিয়ে হোয়াইটওয়াশ করার ইচ্ছার কথা জানালেন জাকের আলী। তিনি বলেন, লাইটলি নিব না। আমরাও জেতার জন্য যাব। ম্যাচ জেতা জেতাই। ওরাও খুব ভালো ফাইট করেছে। টানা ৪ ম্যাচ জেতা। অবশ্যই লক্ষ্য থাকবে শেষ ম্যাচ জেতা। (হোয়াইটওয়াশ করার লক্ষ্য আছে কিনা) হ্যাঁ, হোয়াইটওয়াশ করাই লক্ষ্য। প্রসেস ধরে আগাতে চাচ্ছি।

তিনি আরো বলেছেন, বোলাররা খুব ভালো ক্লিয়ার মাইন্ড। প্ল্যান নিয়ে ক্লিয়ার মাইন্ড। কোচের সঙ্গে ভালো কথা হচ্ছে। বাহির থেকে প্ল্যানগুলো করে আসছে। সেগুলো কাজে আসছে।

নিজের ব্যাটিং নিয়ে জাকের বলেন, আমি যেভাবে প্র্যাকটিস করি সেভাবেই করেছি। কিছু সেটাপ চেঞ্জ করেছি। ম্যাচ উইনিং নক জরুরি। আমি ম্যাচ উইনিং নকগুলোই কাউন্ট করি। ভালো খেলি যদি দল না জিতে কাউন্ট করি না। আমি আগে থেকেই জানতাম (আজকে) আগে (ব্যাটিংয়ে) যাব। জাস্ট মেন্টালি সেভাবে রেডি ছিলাম। ওয়েস্ট ইন্ডিজেও ৫ নম্বরে খেলেছি।

গত ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার ছিলেন এই ডানহাতি উইকেটকিপার-ব্যাটার। দুই টেস্টে ১৭৬ রান, তিন টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান এবং তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে ১১৩ রান করে নজর কাড়েন তিনি। সেই ধারাবাহিকতাই যেন টেনে আনলেন মিরপুরেও।

জাকেরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এর চেয়ে বড় ইনিংস আছে দুটি-৭২ (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) এবং ৬৮ (শ্রীলঙ্কার বিপক্ষে)। তবে সে দুটি ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। আর মিরপুরে মঙ্গলবার দলকে জিতিয়েই ফিরলেন তিনি, তাই নিজের সেরা ইনিংসগুলোর একটি বলেই বিবেচনা করছেন এটিকে।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন