ব্রেকিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:২৬, ২০ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টির দল থেকে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। তার জায়গায় একাদশে এসেছেন তাসকিন আহমেদ।
টস জিতে ফিল্ডিং-এ নামে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান ব্যাটে নেমে ৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করেছেন।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।
ঢাকা এক্সপ্রেস/ইউকে