শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৬:৩৩, ২২ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বিক্ষোভকালে শিক্ষার্থীরা মুখে ছিল স্লোগান ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’ চারপাশে ছিল হাতে লেখা প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন। উত্তাল স্লোগানে গর্জে ওঠে বোর্ড চত্বর।
একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বোর্ড ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন। এ সময় অভিভাবক ও সেবা নিতে আসা অন্যান্য শিক্ষার্থীরা বাইরে আটকা পড়ে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকেন।
ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মো. সালেহ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, রাত ৩টায় গোপনে একটি নোটিশ দিয়ে শিক্ষার্থীদের অজ্ঞাতে রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই দায়িত্বজ্ঞানহীন আচরণ আমরা মেনে নিতে পারি না। আমরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করছি।
শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি মাইলস্টোন স্কুলের একটি শিক্ষা সফরে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা এখনো গোপন রাখা হয়েছে। তাদের দাবি, প্রকৃত তথ্য প্রকাশ করতে হবে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং বিমানবাহিনীর পুরোনো ও ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক বিমান চালু করতে হবে।
দেড় ঘণ্টারও বেশি সময় অবস্থান কর্মসূচির পর দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা ফটকের তালা খুলে দেন।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলম বলেন, শিক্ষার্থীরা তাদের দাবিগুলো আমাদের সামনে উপস্থাপন করেছে। আমরা তাদের আশ্বস্ত করেছি, এসব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে