শিরোনাম
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২১:১৩, ২২ জুলাই ২০২৫
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ। তার সঙ্গে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত হন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শিমুল রানা এবং শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানজুড়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ। শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মাঝে। একইসঙ্গে মাদ্রাসা চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করে উদ্বোধন করা হয় ‘সবুজের অভিযাত্রা’। যেন সবুজেরই আলোর মিছিল।
বক্তারা তাঁদের বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “শুধু আজকের অনুষ্ঠান নয়, এ এক চলমান আন্দোলন। পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে সম্পৃক্ত করতেই এই আয়োজন।” পাশাপাশি তাঁরা জানান, মাগুরার অন্যান্য উপজেলাগুলিতেও পর্যায়ক্রমে এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় উৎসবে। তারা গাছ নিয়ে বাড়ি ফিরেছে এক নতুন চেতনা নিয়ে—পরিবেশকে ভালোবাসা, রক্ষা করার দায়িত্ব যেন এখন তাদের হাতেই।
এই আয়োজন শুধু বৃক্ষরোপণ বা বিতরণেই সীমাবদ্ধ ছিল না—এ ছিল এক সামাজিক দায়বদ্ধতার প্রকাশ। সাংবাদিকদের পরিবেশবান্ধব ভাবনা ও উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে। এই কর্মসূচি যেমন প্রকৃতিকে কাছে টেনে এনেছে, তেমনি নাগরিক দায়িত্ববোধের নজির স্থাপন করেছে।
সবশেষে আয়োজকরা ঘোষণা দেন, “সবুজে সবুজে রঙিন হয়ে উঠুক প্রিয় মাগুরা”—এই শ্লোগানকেই সামনে রেখে তারা এই আন্দোলন ছড়িয়ে দিতে চান মাগুরার প্রতিটি গ্রাম ও প্রান্তরে। প্রকৃতির ডাকে এমন সাড়াই হোক আগামীর পথচলা।
একটি সচেতন ও সবুজ ভবিষ্যতের স্বপ্নে বাঁচার এই প্রয়াস যেন ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র।
ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ