শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২০:০৪, ২২ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
প্রথম অভিযানে নগরীর মুরাদপুর এলাকা থেকে মো. আবু হায়দার (৪০) নামে একজনকে আটক করা হয়। তার বাড়িতে অভিযান চালিয়ে তিনটি দেশীয় এলজি, একটি বিদেশি চাকু, একটি ছেনি, একটি পাসপোর্ট ও তিনটি মোবাইল ফোন জব্দ করে যৌথ বাহিনী।
অন্যদিকে, একই রাতে নুরপুর এলাকায় অভিযান চালিয়ে মজিবুর রহমান ওরফে পেনু মির্জা (৩৮) নামে আরেকজনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি এলজি ও একটি এলজির কার্তুজ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে