ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫

৭ শ্রাবণ ১৪৩২, ২৭ মুহররম ১৪৪৭

হোসেনপুরে জল মটর দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২:০৬, ২২ জুলাই ২০২৫

হোসেনপুরে জল মটর দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত, প্রতীকী

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম কাউসার মিয়া (২৫)। তিনি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মধ্য গোবিপুর গ্রামের সুনুৃ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩ টার দিকে কাউসার মিয়া বাড়ির পাশে জল মটর (পানির পাম্প) দিয়ে দিয়ে মাছ ধরার জন্য পানি শুকাতে চাচ্ছিল। এ সময় পানির সঙ্গে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন