শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:২০, ২০ জুলাই ২০২৫ | আপডেট: ১০:১৬, ২০ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
নিউ ইয়র্কের মাঠে এই ম্যাচে আবারো দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন মেসি। করেছেন জোড়া গোল, সঙ্গে দুইটি অ্যাসিস্টও। ফলে সর্বশেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই একাধিক গোল করার কৃতিত্ব দেখালেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই আর্জেন্টাইন মহাতারকা।
তবে ম্যাচের শুরুটা ছিল মায়ামির জন্য একটু দুশ্চিন্তার। ম্যাচের ১৫ মিনিটেই নিউ ইয়র্ক এগিয়ে যায় এক গোল করে। সে সময় মায়ামির সমর্থকদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা দিলেও, তা স্থায়ী হয়নি বেশিক্ষণ।
২৪ মিনিটে মেসির এক নিখুঁত ক্রস থেকে স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা গোল করে ম্যাচে সমতা ফেরান। এটি আলবার চলতি মৌসুমে প্রথম গোল। তিন মিনিট পরই মেসি ও সুয়ারেজের দারুণ সমন্বয় থেকে সেগোভিয়া দ্বিতীয় গোলটি করেন। আর প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে রেডন্ডোর নেওয়া একটি প্রচেষ্টা থেকে বল ফিরে এলে, সেগোভিয়া রিবাউন্ড থেকে তার দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচ পুরোপুরি নিজের করে নেন মেসি। ৬০ এবং ৭৫ মিনিটে দুই দারুণ গোল করে জয় নিশ্চিত করেন। এই দুই গোলের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৮-তে। সঙ্গে মোট ২৭টি গোলের প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান রয়েছে তার, যা দেখায় ৩৮ বছর বয়সেও কতটা ধারালো তিনি।
নিউ ইয়র্ক পুরো ম্যাচে নয়টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র একটি। বিপরীতে, মিয়ামির আটটি শটই ছিল অন টার্গেট, যার প্রভাব স্কোরবোর্ডেই স্পষ্ট।
মেসির নেতৃত্বে বড় জয় পেয়ে আবারো চ্যাম্পিয়নশিপের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে ইন্টার মায়ামি।
ঢাকা এক্সপ্রেস/আরইউ