ব্রেকিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৭, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ১৩:৩৩, ২২ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
মঙ্গলবার (২২ জুলাই) সকালে সেখানে পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়েন তিনি।
এ সময় শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়।
এর আগে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের কয়েকজন ছাড়া সবাই স্কুলের ক্ষুদে শিক্ষার্থী।
এ ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক চলছে। শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ ঘটনায় আহতদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।
ঢাকা এক্সপ্রেস/আরইউ