ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫

৭ শ্রাবণ ১৪৩২, ২৬ মুহররম ১৪৪৭

রাইসার খোঁজ মেলেনি, পরিবারে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:২০, ২২ জুলাই ২০২৫

রাইসার খোঁজ মেলেনি, পরিবারে শোকের মাতম

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ও হাসপাতালে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

রাইসা মনি শিক্ষাপ্রতিষ্ঠানটির তৃতীয় শ্রেণির ছাত্রী, কোড- ২০১০, সেকশন-স্কাই। নিখোঁজ রাইসা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে।

শাহাবুল শেখ ঢাকার মিরপুর এলাকার একজন ব্যবসায়ী।

রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ জানান, রাইসা মাইলস্টোনে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকে সে নিখোঁজ রয়েছে। রাইসাকে খুঁজে না পেয়ে তার পরিবারে শোকের মাতম চলছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপু‌রে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাইসার খোঁ‌জে আসেন তার চাচা এমদাদুল হক। বার্ন ইনস্টিটিউটের মূল ফট‌কের সাম‌নে কথা হয় এমদাদুলের সঙ্গে।

মোবাইল ফোনে থাকা রাইসার ছ‌বি দেখিয়ে চাচা এমদাদুল ব‌লেন, আমার ভা‌তি‌জি রাইসা মনিকে খুঁ‌জে পা‌চ্ছি না।

এমদাদুল বলেন, স্কু‌লে না পে‌য়ে আমরা বি‌ভিন্ন হাসপাতা‌লে খুঁ‌জছি তাকে। কোথাও ওর খোঁজ পা‌চ্ছি না। এক‌দিন হ‌য়ে গেল মে‌য়েটা‌কে পেলাম না। প‌রিবার মে‌য়ের জন্য পাগল হ‌য়ে আছে। মে‌য়েটা আছে নাকি কিছু হ‌য়ে গেল!

রাইসার চাচা তার পোড়া ব্যাগ ও ছিন্নভিন্ন বই খুঁজে পেয়েছেন।

এদিকে বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলটসহ এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।

এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, এ পর্যন্ত মোট লাশ হস্তান্তর করা হয়েছে ২০টি। তিনি আরো জানান, মৃতদের মধ্যে ২৫ জনই শিশু। বাকি দুজনের একজন শিক্ষক ও একজন বিধ্বস্ত বিমানটির পাইলট।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন