শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৩৪, ২২ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
আইএসপিআর জানায়, কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন আট জন আহত, নিহত নেই। বার্ন ইনস্টিটিউটে রয়েছে ৪৬ জন আহত এবং ১০ জন নিহত। ঢাকা মেডিক্যালে ভর্তি আছে তিনজন আহত এবং একজন নিহত। ঢাকার সিএমএইচে রয়েছে ২৮ জন আহত এবং ১৬ জন নিহত। লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরায় ভর্তি আছে ১৩ জন আহত এবং দুইজন নিহত। উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জন আহত এবং একজন নিহত। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে রয়েছে একজন আহত, নিহত নেই। শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি একজন আহত, নিহত নেই। ইউনাইটেড হাসপাতালে আছেন দুইজন আহত এবং একজন নিহত এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছেন তিনজন আহত, নিহত নেই।
এর আগে আজ সকালে ২৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান। তার দেওয়া তথ্য অনুযায়ী, ওই ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু ছিল। এ ছাড়া একজন বিধ্বস্ত বিমানের পাইলট এবং অন্যজন শিক্ষিকা।
ঢাকা এক্সপ্রেস/আরইউ