শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৫৮, ২২ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
সমাজে নানাভাবে নিগ্রহের শিকার এসব মানুষ বলেন, যারা আহত হয়েছে, ওরা তো আমাদেরই সন্তান। ওদের বিপদে আমরা ওদের পাশে আছি।
সরেজমিনে দেখা যায়, এসব তৃতীয় লিঙ্গের মানুষেরা হাসপাতালের সামনে রক্তদাতা সংগ্রহের জন্য বসানো বুথে গিয়ে নিজেদের নাম, রক্তের গ্রুপ ও নাম্বার দিয়ে তালিকাবদ্ধ হচ্ছেন।
রক্ত দিতে আসা তৃতীয় লিঙ্গের মানুষরা জানান, সবাই আহতদের রক্ত দিতে এসেছেন। এ ছাড়া অন্য যেকোনো ধরনের সাহায্য করতে তারা প্রস্তুত।
শান্তি হিজড়া ফাউন্ডেশনের সদস্য মীম বলেন, আহতরা তো আমাদেরই সন্তান। আমাদেরই ভাই-বোন। আমরা ওদের পাশে দাঁড়াতে চাই। ওদের যদি রক্ত লাগে কিংবা আরো কিছু লাগে, আমরা সবাই সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
তিনি বলেন, আমাদের অন্তত ৬০ জন তাদের রক্তের গ্রুপ জানেন। আমাদের মাঝে নেগেটিভ ও পজিটিভ দুই ধরনের রক্তদাতারা আছেন। যাদের রক্ত গ্রুপ জানা নেই, তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করে রক্ত দেওয়া হবে।
আরেক সদস্য রুমালি বলেন, আমার রক্তে যদি একজন মানুষেরও জীবন বাঁচে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো।
যাত্রাবাড়ী এলাকায় দায়িত্বে থাকা তৃতীয় লিঙ্গের মানুষদের গুরু মা রোকসানা হাজী বলেন, আমরা দেশের বিভিন্ন সংকটে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমার দেশের ছেলে-মেয়েরা আজ বিপদে। তাদের রক্ত দিতে আমরা এসেছি। ইতোমধ্যে ঢাকায় থাকা আমাদের সদস্যরা এসেছেন। ঢাকার বাইরে থেকেও আসছেন মানুষের পাশে দাঁড়াতে। আমরা সবাই রক্ত দেব। তিনি বলেন, আমাদের দুনিয়ায় কেউ নেই। আমাদের কোনো পিছুটান নেই। জনগণই আমাদের পরিবার।
এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকাল আটটার পরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এ কথা জানিয়েছেন।
অন্যদিকে হতাহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ দুপুরের পর থেকে উচ্চ আদালতের বিচারকাজ বন্ধ আছে।
ঢাকা এক্সপ্রেস/আরইউ