ব্রেকিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৮, ২২ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিমান বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় শোক জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং সারা দেশের আদালতের কার্যক্রমের শুরুতে এক মিনিট নীরবতা পালন, আদালত প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং জেলা আদালতে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হলো।
জাতির এই গভীর শোকের মুহূর্তে দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে দিনের বিচার কার্যক্রম শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালনের জন্য বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি নির্দেশ প্রদান করেছেন।
এদিকে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সর্বশেষ এ ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান। তিনি আরো জানান, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/আরইউ