ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫

৭ শ্রাবণ ১৪৩২, ২৬ মুহররম ১৪৪৭

নেত্রকোণায় পুরস্কার পেল ৩০ মেধাবী শিক্ষার্থী

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১৬:৪২, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ১৬:৪৭, ২২ জুলাই ২০২৫

নেত্রকোণায় পুরস্কার পেল ৩০ মেধাবী শিক্ষার্থী

ছবি: ঢাকা এক্সপ্রেস

নেত্রকোণার বারহাট্টায় ৩০ জন মেধাবী শিক্ষার্থী সরকারের পুরষ্কার পেয়েছেন। পুরষ্কারের মধ্যে রয়েছে নগদ টাকা, সনদ ও সম্মাননা-স্মারক (ক্রেষ্ট)। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরের দিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রোগ্রামের আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই পুরষ্কার দেওয়া হয়।

নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শামীমা ইয়াসমিন ও বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান তালিকাভূক্ত মেধাবীদের হাতে পুরষ্কারের সনদ ও ক্রেস্ট তুলে দেন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলনকেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) স্বপ্না রাণী সরকারের সভাপতিত্ব ও বারহাট্টা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরমিন আক্তারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শামীমা ইয়াসমিন, বারহাট্টার উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান, বারহাট্টা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, বারহাট্টা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ বাবুল, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সানোয়ার হোসেন ঠাকুর ও প্রধান শিক্ষক গোলাম ফারুক, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের টিটু, সাংবাদিক মো. আজিজুল হক ফারুক প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহঙ্গীর হোসেন বলেন, সরকারের এসইডিপি প্রোগ্রামের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশনস প্রকল্পের আওতায় ২০২২ ও  ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ২০ জন এসএসসি ও ১০ জন এইচএসসি পরীক্ষার্থীর প্রত্যেককে সনদ, ক্রেষ্ট ও নগদ ১০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন