শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৫:৩৭, ২২ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
নিহত দুই শিশুর নাম ফাতেমা ইয়াসমিন (৯) ও জান্নাতুল ফেরদৌস (১০)। ফাতেমা তৃতীয় শ্রেণি এবং জান্নাতুল চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। তারা দুজনেই লতিফ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় তারা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা আর ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখা যায় তাদের নিথর দেহ। দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলম বলেন, ওরা স্কুলে খুবই চঞ্চল, হাসিখুশি আর মেধাবী ছিল। এমন মৃত্যু মেনে নেওয়া অসম্ভব। পুরো স্কুল শোকে স্তব্ধ।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, আমরা ঘটনাটি জানার পরই পুলিশ পাঠিয়েছি। এটি একটি খুবই করুণ দুর্ঘটনা। প্রয়োজনে পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে