ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

৭ শ্রাবণ ১৪৩২, ২৬ মুহররম ১৪৪৭

পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের পরিকল্পনা নেই ইরানের: আব্বাস আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৭, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ১১:৫৫, ২২ জুলাই ২০২৫

পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের পরিকল্পনা নেই ইরানের: আব্বাস আরাগচি

ছবি: সংগৃহীত

ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ‘গুরুতর’ ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরও ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ নিজেদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করার কোনো পরিকল্পনা তেহরানের নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার (২১ জুলাই) এ কথাগুলো বলেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের একটি বিশেষ আয়োজনে কথা বলতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপাতত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখা হয়েছে। কারণ, হ্যাঁ, ক্ষয়ক্ষতিগুলো গুরুতর।’

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমরা সমৃদ্ধকরণ অবশ্যই বন্ধ করব না। কারণ, এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন।’

এ ছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে ‘জাতীয় গর্বের’ উৎস বলেও অভিহিত করেন। তিনি জোর দিয়ে বলেন, আগামী দিনে যেকোনো পারমাণবিক চুক্তিতে সমৃদ্ধকরণের অধিকার অন্তর্ভুক্ত থাকতে হবে।

সমৃদ্ধ করা ইউরেনিয়াম উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, জানতে চাইলে আব্বাস আরাগচি ফক্স নিউজকে জানান, তার কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য নেই। তিনি বলেন, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা আমাদের পারমাণবিক পদার্থ, আমাদের সমৃদ্ধকরণ পদার্থের ঠিক কী হয়েছে, তা মূল্যায়ন করার চেষ্টা করছে।

ইরান ও ইসরায়েলের ১২ দিনের সংঘাতে ইসরায়েলি বাহিনীর সমর্থনে গত ২২ জুন ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই দিন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। এর মধ্যে রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত ফর্দো ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাও রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন, হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘পুরোপুরি ধ্বংস’ করা গেছে।

ইরানের পরামাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকটের সামরিক সমাধান নেই, বলেন আব্বাস আরাগচি। ফক্স নিউজকে তিনি বলেন, ‘হ্যাঁ, স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এখনো সেখানে (ইরানে) প্রযুক্তি রয়েছে। আমাদের পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধকরণ কর্মসূচি বাইরে থেকে আমদানি করা কিছু নয় যে বোমা ফেলে ধ্বংস করা যাবে।’

পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য এমন একসময় এল, যখন আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে জার্মানি, ফ্রান্স আর যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে তেহরান।

আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কিনা, এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি জবাব, ‘আমরা আলোচনার পথ উন্মুক্ত রেখেছি; কিন্তু এখনই সরাসরি আলোচনা নয়।’

এদিকে আরাগচির মন্তব্যের জবাবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ‘আমি যেমনটা বলেছি, প্রয়োজন হলে আমরা আবারো হামলা করব।’

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন