ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫

৭ শ্রাবণ ১৪৩২, ২৬ মুহররম ১৪৪৭

অনাহারে শিশুর মৃত্যু

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরো ১১৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:৫৫, ২০ জুলাই ২০২৫ | আপডেট: ১৩:৫০, ২০ জুলাই ২০২৫

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরো ১১৬

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ও মানবিক সহায়তা বন্ধের মধ্যে অনাহারে প্রাণ হারিয়েছে মাত্র ৩৫ দিন বয়সী এক শিশু। শনিবার (১৯ জুলাই) গাজা সিটির আল-শিফা হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। রবিবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে, ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একই দিনে নিহত হয়েছেন অন্তত ১১৬ জন ফিলিস্তিনি। এর মধ্যে ৩৮ জন প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি ত্রাণ কেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হয়ে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য সংকটে হাসপাতালের জরুরি বিভাগ। সেখানে অন্তত ১৭ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। হাসপাতাল পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া বলেন, শুধু শনিবার আমাদের হাসপাতালে অনাহারে অন্তত দুজন মারা গেছেন, যার মধ্যে একটি নবজাতকও রয়েছে।

গাজার খান ইউনিস ও রাফাহ অঞ্চলেও ইসরায়েলি হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় সিভিল ডিফেন্স সংস্থা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মানুষ একটু খাবারের জন্য লাইনে দাঁড়ায়, কিন্তু ফিরে যায় লাশ হয়ে।

আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট ফেডারেশনের মহাসচিব জগন চাপাগাইন বলেন, গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি দেখা দিয়েছে। একই সুরে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রধান ইয়ান এগেল্যান্ড বলেন, গত ১৪২ দিনে আমরা একটি ট্রাকও গাজায় ঢুকাতে পারিনি।

জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, মিশর সীমান্তে তাদের যথেষ্ট খাদ্য মজুত থাকলেও ইসরায়েলি নিষেধাজ্ঞায় সেগুলো গাজায় প্রবেশ করতে পারছে না। সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে— সীমান্ত খুলুন, অবরোধ তুলে নিন এবং আমাদের কাজ করতে দিন।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন