ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

৭ শ্রাবণ ১৪৩২, ২৬ মুহররম ১৪৪৭

উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারতের প্রধানমন্ত্রীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১:২৭, ২১ জুলাই ২০২৫

উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারতের প্রধানমন্ত্রীর শোক

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ২০ জন মারা গেছেন ও ১৭১ জন আহত হয়েছেন। হতাহতের এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক ফেসবুক পোস্টে ঢাকায় ভারতীয় হাইকমিশনের দপ্তর থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক শোকবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি। নিহতদের অনেকেই ছিলেন তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সকল সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন