শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:২৫, ২১ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন। তার পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে। তিনি স্যালাইন নিচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন।
প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, নেতানিয়াহু অসুস্থ বোধ করলে তার বাসায় হাদাসা ইউনিভার্সিটি হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক ড. আলোন হারশকো তাকে পরীক্ষা করেন। ড. হারশকো জানান, নেতানিয়াহু পচা বা নষ্ট খাবার খাওয়ার ফলে অন্ত্রে প্রদাহে আক্রান্ত হয়েছেন।
নেতানিয়াহু সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে গেছেন। ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকে তার প্রোস্টেট অপসারণ করা হয় এবং ২০২৪ সালের মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার হয়। একই মাসে তিনি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে কয়েকদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
২০২৩ সালে তিনি হৃদস্পন্দনের সমস্যার কারণে পেসমেকার বসানোর অস্ত্রোপচার করান। এর ঠিক এক সপ্তাহ আগে তিনি পানিশূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে চিকিৎসকরা জানান, তার দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সঞ্চালনগত সমস্যা রয়েছে।
সর্বশেষ জানুয়ারি ২০২৩ সালে প্রকাশিত একটি স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়েছিল, নেতানিয়াহু ‘সম্পূর্ণ স্বাভাবিক স্বাস্থ্য অবস্থায়’ আছেন, তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃদযন্ত্রে কোনো অস্বাভাবিকতা বা মারাত্মক সমস্যা দেখা যায়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরু হয়। এখন পর্যন্ত সেই হামলা অব্যাহত রেখে চরম বিতর্কিত হয়েছেন নেতানিয়াহু। এমনকি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনার মুখে পড়েন তিনি।
ঢাকা এক্সপ্রেস/আরইউ