ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

দাপুটে প্রত্যাবর্তন! শ্রীলঙ্কাকে উড়িয়ে জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ২২:৫৪, ১৩ জুলাই ২০২৫

দাপুটে প্রত্যাবর্তন! শ্রীলঙ্কাকে উড়িয়ে জিতল বাংলাদেশ

প্রথম ম্যাচের হারের পর কিছুটা চাপে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে যেন বদলে যাওয়া এক দল নিয়ে মাঠে নামল টাইগাররা! ডাম্বুলার আকাশে ছিল বৃষ্টির হুমকি, কিন্তু মাঠে ঝড় তুলল বাংলাদেশের ব্যাটিং-বোলিং মেশিন।

লিটন দাসের ব্যাট যেন সুর তুলেছিল। ৭৬ রানের ইনিংসে ছিল শুদ্ধতা, ছিল আগ্রাসন। শামীম হোসেন (৪৮) আর তাওহিদ হৃদয় (৩১) যোগ করলেন দৃঢ়তা ও ছন্দ। তাতেই বাংলাদেশের সংগ্রহ চ্যালেঞ্জিং—১৭৭ রান। কিন্তু নাটকের আসল দৃশ্য তো বাকি ছিল তখনও।

১৭৮ রানের বিশাল লক্ষ্য নিয়ে মাঠে নামতেই আগুন ঝরালেন শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন। শুরুর ২৫ রানে ৪ উইকেট! যেন ছারখার করে দিলেন লঙ্কান ব্যাটিং লাইনআপ। পাথুম নিশাঙ্কা ও শানাকা চেষ্টা করেছিলেন, হাল ধরার। গ্যালারিতে তখনো কিছুটা শ্রীলঙ্কান আশার সুর।

তবে রিশাদ হোসেন নামের তরুণ লেগস্পিনার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিলেন। এক ওভারে দুটি উইকেট! লঙ্কান শিবিরে যেন তখন নেমে এল নিস্তব্ধতা। গ্যালারি ফাঁকা হতে শুরু করল। বাংলাদেশি বোলারদের রোমাঞ্চকর রূপে শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস—৯৪ রানে।

মাত্র ১৫.২ ওভারেই অলআউট লঙ্কানরা। রিশাদ ৩টি, শরিফুল ও সাইফউদ্দিন ২টি করে উইকেট নিয়ে বোলিং আক্রমণে নেতৃত্ব দিলেন। বাংলাদেশ জয় পেল ৮৩ রানের বিশাল ব্যবধানে। সিরিজ এখন ১-১ এ সমতায়। তৃতীয় ম্যাচ যেন হয়ে উঠল ফাইনালের চেয়েও বড় কিছু!

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৭৭/৭ (লিটন ৭৬, শামীম ৪৮, হৃদয় ৩১)
শ্রীলঙ্কা: ১৫.২ ওভারে ৯৪ (নিশাঙ্কা ৩২, শানাকা ২০; রিশাদ ৩/১৮, শরিফুল ২/১২, সাইফউদ্দিন ২/২১)
ফল: বাংলাদেশ জয়ী ৮৩ রানে

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন