ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

ইয়ামালের জন্মদিনে নজরকাড়া ১৮ মুহূর্ত

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:৫৩, ১৩ জুলাই ২০২৫ | আপডেট: ১১:৫৪, ১৩ জুলাই ২০২৫

ইয়ামালের জন্মদিনে নজরকাড়া ১৮ মুহূর্ত

ছবি: সংগৃহীত

আজ ১৩ জুলাই (রবিবার), লামিনে ইয়ামাল পূর্ণ করলেন ১৮ বছর। এত অল্প সময়েই বার্সেলোনা ও স্পেনের জার্সিতে ইউরো জয়, লা লিগা ট্রফি, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলাসহ একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন এই বিস্ময়বালক।

যখন অধিকাংশ ফুটবলারদের পেশাদার ক্যারিয়ার শুরুই হয় না, তখন ইয়ামাল বিশ্ব ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সবচেয়ে বড় উদীয়মান প্রতিভা হিসেবে। মেসি কিংবা রোনালদোরাও ১৮ বছর বয়সে এতটা সফল ছিলেন না। যদিও ভবিষ্যৎ বলে দেবে তিনি তাদের ছাড়িয়ে যেতে পারবেন কিনা, তবে সম্ভাবনা নিঃসন্দেহে উজ্জ্বল।

বিনয় ও আত্মনিয়ন্ত্রণ ধরে রেখে ইয়ামাল এখন পর্যন্ত সঠিক পথেই এগোচ্ছেন। জন্মদিনে চলুন জেনে নিই তার ক্যারিয়ারের ১৮টি জাদুকরি মুহূর্ত:

১. পাঁচ মাসেই মেসির সংস্পর্শে

২০০৭ সালে ইউনিসেফ-বার্সা ক্যালেন্ডারের ফটোশুটে পাঁচ মাস বয়সে ইয়ামাল মেসির কোলে। ইউরো ২০২৪-এর সময় ভাইরাল হওয়া ছবিটি যেন ভবিষ্যতের পূর্বাভাস।

২. ‘৩০৪’ নম্বরের প্রতি শ্রদ্ধা

গোল উদযাপনে ইয়ামালের হাতের ভঙ্গি ‘৩০৪’— বাড়ির পোস্ট কোড রোকাফোন্ডার প্রতি ভালোবাসা। অভিবাসী পটভূমির গর্ব হিসেবে উদাহরণ তিনি।

৩. তিন পতাকায় শিকড়কে স্মরণ

বুটে স্পেন, মরক্কো ও ইকুয়েটোরিয়াল গিনির পতাকা— পিতামাতার দেশ ও নিজের জন্মভূমির প্রতি শ্রদ্ধা। পারিবারিক সম্পর্কেও অত্যন্ত আবেগপ্রবণ।

৪. বার্সার আস্থার প্রতীক

২০১৪ সালে লা তোরেতা থেকে ইয়ামালকে বার্সায় নেওয়া হয় প্রতিশ্রুতির বিনিময়ে। সেই বাজি এখন ইতিহাসের অংশ।

৫. মূল দলে অভিষেক মাত্র ১৫ বছর বয়সে

২০২৩ সালের ২৯ এপ্রিল, মাত্র ১৫ বছর নয় মাস ১৬ দিনে বার্সেলোনার মূল দলে অভিষেক রিয়াল বেতিসের বিপক্ষে। কোচ ছিলেন জাভি হার্নান্দেজ।

৬. রেকর্ডের পর রেকর্ড

লা লিগা, ইউরো, চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ গোলদাতা ও খেলোয়াড় হওয়ার পাশাপাশি ক্লাসিকোতেও রেকর্ড গড়েছেন ইয়ামাল।

৭. মেসির সঙ্গে তুলনা

ডান উইং থেকে বাঁ পায়ে খেলা, অ্যাসিস্ট, গোল— মেসির ছায়া যেন স্পষ্ট ইয়ামালের পারফরম্যান্সে। কোচ জাভিও বলেন, "মেসির ঝলক পাওয়া যায় ওর মধ্যে।

৮. ফ্রান্সের বিপক্ষে চেকমেট গোল

২০২৪ ইউরো সেমিফাইনালে রাবিওঁর মন্তব্যের জবাবে দুর্দান্ত বাঁকানো শট—‘চেকমেট!’ সোশ্যাল মিডিয়ায় ইয়ামালের একমাত্র প্রতিক্রিয়া।

৯. ইউরো জয় ও সেরা তরুণ

১৭তম জন্মদিনের পরদিন ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জয়। টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পান ইয়ামাল।

১০. ‘ট্রিভেলা’ পাসের নতুন অস্ত্র

বুটের বাইরের অংশ দিয়ে দেওয়া পাসের মাধ্যমে আলোচনায় আসা। হানসি ফ্লিকের অধীনে আরো নিখুঁত হয়েছেন তিনি।

১১. পুরস্কারের ঝুলিতে গোল্ডেন বয় ও কোপা ট্রফি

ইতোমধ্যেই পেয়েছেন গোল্ডেন বয়, কোপা ট্রফি ও ব্যালন ডি'অরে অষ্টম স্থান।

১২. ব্র্যান্ডিংয়ের নতুন মুখ

বিশেষ বার্সা ব্রেসেস পরে আলোচনায়। অ্যাডিডাস ও বিটসের মতো ব্র্যান্ডের আগ্রহের কেন্দ্রবিন্দু তিনি।

১৩. চ্যাম্পিয়নস লিগের ক্লাসিক রাতৎ

ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তনে মূল ভূমিকা। ইনজাগির মন্তব্য, ‘৫০ বছরে একবার এমন প্রতিভা আসে।’

১৪. রাজকীয় স্বীকৃতি

স্পেনের রাজা ফিলিপ বিশ্বাসই করতে পারছিলেন না ১৬ বছরেই ইউরো মাতানো এই ফুটবলারের বয়স! পরে কপা দেল রে জয়ের পর দ্বিতীয় সাক্ষাতে চশমা পরিহিত ইয়ামালের কিশোরসুলভ রসবোধও ধরা পড়ে।

১৫. নতুন চুক্তি, নতুন জার্সি নম্বর

২০৩১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন, সঙ্গে মেসির ‘১০’ নম্বর জার্সি উত্তরাধিকার সূত্রে লাভ। ২০২২-২৩ মৌসুমে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট।

১৬. ব্যালন ডি'অরের প্রার্থী

স্পেন কোচ দে লা ফুয়েন্তে বলেই দিয়েছেন, ‘ব্যালন ডি'অর এখনই ওর প্রাপ্য।’

১৭. নেইমারের সঙ্গে ছুটি কাটানো

নিজের আদর্শ নেইমারের সঙ্গে ব্রাজিলে গ্রীষ্মকালীন ছুটি কাটানো ও ফুট-ভলি খেলার মুহূর্তও দারুণ আলোচিত।

১৮. ১৮-তে সেরাদের চেয়েও এগিয়ে

১৮ বছরে ১২৭ ম্যাচ, ২৫ গোল, একাধিক ট্রফি। নেইমার, হলান্ড, এমবাপ্পে, রোনালদো এমনকি মেসিকেও পেছনে ফেলেছেন এই বয়সে। সামনে চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা।

ঢাকা এক্সপ্রেস/এফএন/আরইউ

আরও পড়ুন