ব্রেকিং
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ২২:২০, ২১ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
স্থানীয়রা জানায়, বাঘাইছড়িতে রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত ভারী বৃষ্টি হয়। এতে উপজেলার বিভিন্ন স্থানে ছোট ছোট পাহাড়ধসের ঘটনা ঘটেছে। মারিশ্যা-বাঘাইছড়ি সড়কের ১২ কিলো নামক স্থানে পাহাড়ধসে মাটি পড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে সোমবার সকাল থেকে মারিশ্যার সাথে সব ধরনের সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে সড়ক বন্ধের খবর পাওয়ার পর খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ এবং সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে মাটি সরিয়ে নিতে কাজ শুরু করে। সকাল এগারোটার পর কিছুটা মাটি সরিয়ে মোটর সাইকেল চলাচল শুরু হলেও বড় গাড়িগুলো এখনো চলাচল শুরু হয়নি। তবে দুপুর নাগাদ যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।
তিনি জানান, মারিশ্যা-দীঘিনালা সড়কে পাহাড় ধসে ভোর থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় রাস্তা থেকে মাটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। আশা করছি দুপুরের মধ্যে পুরোপুরি যান চলাচল স্বাভাবিক হবে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী প্রিয়দর্শী চাকমা বলেন, সংবাদ পেয়ে সাথে সাথেই স্থানীয় পাহাড়ি শ্রমিকদের কাজে লাগিয়েছি। তারা সড়ক থেকে মাটি সরাতে কাজ শুরু করেছে। এ ছাড়া ভারী যন্ত্রপাতি ও বুল্ডোজার নিয়েও লোকজন পাঠিয়েছি। আশাকরি দুপুরের পর যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে