শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০৬, ২৩ জুলাই ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ শিশুদের উদ্ধার করতে গিয়ে আহত হওয়া শিক্ষক মেহরিন চৌধুরীর মৃত্যুর ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক ও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির নেতা নিরব রায়হান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এসব কথা জানান।
উল্লেখ্য, ৪৪ বছর বয়সী মেহরিন কলেজের প্রাইমারি সেকশনের শিক্ষক ছিলেন। দুর্ঘটনার সময় অন্তত ২০ শিক্ষার্থীকে উদ্ধার করতে গিয়ে তিনি দগ্ধ হন। ফাইটার জেটটি মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের প্রাইমারি সেকশনে বিধ্বস্ত হলে তিনি শিক্ষার্থীদের সরিয়ে নিতে ছুটে যান। এতে তার শরীরের শতভাগ পুড়ে যায়।
পরে তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার জীবন বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন।
সোমবার (২১ জুলাই) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা এক্সপ্রেস/ইউকে