জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কৃত নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত দলের ১০ম জাতীয় কাউন্সিলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। মহাসচিব হয়েছেন রুহুল আমিন হাওলাদার।
এ ছাড়া কাজী ফিরোজ রশিদ সিনিয়র কো-চেয়ারম্যান এবং মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শনিবার বিকালে রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের সমর্থনে তাদের নির্বাচিত ঘোষণা করেন কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির।
অধিবেশনে জহিরুল ইসলাম জহির চেয়ারম্যান হিসেবে আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব হিসেবে রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে কাজী ফিরোজ রশিদ এবং নির্বাহী চেয়ারম্যান হিসেবে মুজিবুল হক চুন্নুর নাম প্রস্তাব করেন। বিকল্প প্রস্তাব না থাকায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়। তিনি জানান, চেয়ারম্যান বাকিদের সঙ্গে আলোচনা করে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
নির্বাচিত হওয়ার পর আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আজ থেকে আর কেউ অন্যায়ভাবে পার্টি থেকে বহিষ্কার হবেন না। যারা পার্টির জন্য কাজ করবেন, তাদের মূল্যায়ন করা হবে। আমরা আদর্শিক রাজনীতি করব এবং মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব।’
নবনির্বাচিত মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আপনাদের সহযোগিতা পেলে দেশের মানুষের জন্য কাজ করতে পারব। যারা আজ আসেননি, তাদেরও জাতীয় পার্টিতে স্বাগত জানাই।’
এর আগে, জাপা চেয়ারম্যান জি এম কাদেরের ওপর আদালতের নিষেধাজ্ঞার পর দলের ভেতর নতুন মেরুকরণ শুরু হয়। গত ৫ আগস্ট এক সভায় আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয় এবং জি এম কাদের কর্তৃক বহিষ্কৃতদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়।