শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৭:৪২, ৯ আগস্ট ২০২৫ | আপডেট: ১৭:৪৫, ৯ আগস্ট ২০২৫
আটককৃতরা, ছবি: ঢকা এক্সপ্রেস
শনিবার সকালে স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজ সহ তিন দালালের সহায়তায় জেলেপোতা মাঠ হয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটকে ফেলে। খবর পেয়ে শ্যামকুড় বিওপি এবং মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকেই আটক করে থানায় নিয়ে যায়।
শ্যামকুড় ইউপি সদস্য তরিকুল ইসলাম তরু জানান, দালালরা মোটরসাইকেলে রিয়াজ উদ্দিনকে সীমান্তে নিয়ে যাচ্ছিল। কাঁচা রাস্তার কারণে ফিরে আসার সময় এলাকাবাসী আটক করে। পরে রিয়াজ উদ্দিন স্বীকার করেন যে, দালালরা তাকে তিন দিন ধরে আটক রেখে ৩ লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে নিয়েছে। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে আসে এবং চারজনকে থানায় নিয়ে যায়।
আটক দালালরা হলেন—পেপুলবাড়িয়া গ্রামের ফয়েজ ও মিরাজসহ আরো একজন, যারা মানবপাচার চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। এর আগে গত ২ মে দালাল রিয়াজ পেপুলবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছিল।
মহেশপুর থানার ওসি সাজজাদুর রহমান জানান, আটক চারজনের মধ্যে একজনের বাড়ি চাঁদপুরের মতলব থানায়, নাম আবুল হোসেন ব্যাপারী। তিনি ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতা এবং তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনি প্রক্রিয়া চলমান ছিল।
ঢাকা এক্সপ্রেস/ইউকে