ঢাকা, শনিবার, ০৯ আগস্ট ২০২৫

২৫ শ্রাবণ ১৪৩২, ১৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
নির্বাচন কমিশন রবিবার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে
Scroll
সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যাশার বাংলাদেশ গড়া তোলা সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
Scroll
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Scroll
আসন্ন নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করব না: সিইসি এ এম এম নাসির উদ্দিন
Scroll
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
Scroll
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল কমিটি দেওয়ার পর ২৪ ঘণ্টা না যেতেই ছয়জনকে অব্যাহতি
Scroll
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন

ব্যবসায়ীকে পিটুনির অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫:২৯, ৯ আগস্ট ২০২৫

ব্যবসায়ীকে পিটুনির অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার মারুফ পোদ্দার, ছবি: ঢকা এক্সপ্রেস

পিরোজপুরে চাঁদাবাজির অভিযোগে জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দারকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী শহরের আবাসিক বিলাস হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এর আগে একইদিন দুপুরে পিরোজপুর সদর থানায় বালু ব্যবসায়ী জুয়েল শেখ বাদী হয়ে মারুফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ৫ লাখ টাকা চাঁদা দাবি, হাত-পা বেঁধে মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মারুফ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০২৪ সালের ১০ আগস্ট তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।

চলতি মাসের ৫ আগস্ট দুপুরে বলেশ্বর ব্রিজসংলগ্ন বাদী জুয়েলের অফিসে গিয়ে মারুফ পূর্বে দাবিকৃত ৫ লাখ টাকা পরিশোধের কথা বলেন। জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানালে মারুফ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতারি মারধর করেন। জুয়েলের সহযোগী রিপন বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে অফিসে ঢুকে জুয়েলের হাত-পা বেঁধে পুনরায় মারধর করা হয়।

জুয়েলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকিও দেয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মারুফকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন