ঢাকা, শনিবার, ০৯ আগস্ট ২০২৫

২৫ শ্রাবণ ১৪৩২, ১৪ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যাশার বাংলাদেশ গড়া তোলা সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
Scroll
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Scroll
আসন্ন নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করব না: সিইসি এ এম এম নাসির উদ্দিন
Scroll
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
Scroll
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল কমিটি দেওয়ার পর ২৪ ঘণ্টা না যেতেই ছয়জনকে অব্যাহতি
Scroll
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন

গরমে গলবে না আইসক্রিম!

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২:৫৭, ৯ আগস্ট ২০২৫

গরমে গলবে না আইসক্রিম!

ছবি: সংগৃহীত

গরমের দিনে ঠান্ডা আইসক্রিম লোভনীয় বিষয়। তবে আইসক্রিম খাওয়ার সময় তা গলে পড়ে; হাত বেয়ে ঝরতে থাকে। সুমিষ্ট এই ডেজার্টের আনন্দ কিছুটা মাটি হয়ে যায় তা ঝরে গেলে।

আইসক্রিমের গলে যাওয়ার বিষয়টি আমরা ধরেই নিয়েছি। কিন্তু একটু বেশি সময় ধরে আইসক্রিমকে আস্ত রাখার কোনো পথ কি নেই? এখন আরো বেশি সময় ধরে আইসক্রিমের গঠন ধরে রাখতে সাহায্য করার মতো এক সমাধানের পথে হাঁটছেন বিজ্ঞানীরা।

কয়েক বছর আগে জাপানি প্রতিষ্ঠান কানাজাওয়া আইস এমন এক ধরনের আইসক্রিম তৈরি করেছে, যা তীব্র গরমেও গলে না। তাদের এই সাফল্যের পেছনে ছিল একটি বিশেষ উপাদান, যার নাম পলিফেনল। এটি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা প্রাকৃতিকভাবেই ফলমূলে পাওয়া যায়। এই পলিফেনল আইসক্রিমের মধ্যে এক বিশেষ গঠন তৈরি করে, যার ফলে তা সহজে গলে না বা চুইয়ে পড়ে না। তবে ‘গলে না যাওয়া’ আইসক্রিম তৈরি করতে আরো এক ধাপ এগিয়ে গিয়েছেন মার্কিন গবেষক ক্যামেরন উইক্স। তিনি গবেষণায় দেখেছেন, ট্যানিক এসিড নামে এক ধরনের পলিফেনল যখন দুধের সঙ্গে নির্দিষ্ট মাত্রায় মেশানো হয়, তখন সেই মিশ্রণ এমনভাবে জমে যায় যে সেটি ফেলা যায় না বা কাপ উল্টিয়ে দিলেও পড়ে না।

মাইক্রোস্কোপে দেখা গেছে, এই অ্যাসিড দুধের প্রোটিন ও চর্বির কণার সঙ্গে মিলে এমন এক নেটওয়ার্ক তৈরি করে, যা গলে যাওয়ার পরও চর্বিকে নিচে চুইয়ে পড়তে দেয় না। অর্থাৎ আইসক্রিম গলেও তার রূপ নষ্ট হয় না। তবে এটিকে ‘জাদু’ ভাবার সুযোগ নেই। এই প্রক্রিয়ায় সময়ের সঙ্গে সঙ্গে আইসক্রিম পুডিংয়ের মতো ঘন হয়ে যায়, কিন্তু ঠান্ডা রাখার জন্য এখনো ফ্রিজের প্রয়োজন হয়।

প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিই এমন আইসক্রিম চাই? যেটি গলে না, মুখে তুললে নরম লাগার বদলে রাবারের মতো টানটান লাগে? আইসক্রিমের মজা বোধ হয় অনেকটাই তার গলে যাওয়ার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত। তবে দীর্ঘপথে পরিবহন বা গরম পরিবেশে সংরক্ষণের জন্য এমন প্রযুক্তি নিঃসন্দেহে উপকারী হতে পারে। ভবিষ্যতে হয়তো পলিফেনলসমৃদ্ধ আইসক্রিম দেখা যাবে বাজারে।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন