শিরোনাম
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১২:১৯, ১২ জুলাই ২০২৫ | আপডেট: ১৩:০১, ১২ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত
বাহ্যিকভাবে দামি প্রসাধনী ব্যবহার করলেই ত্বক উজ্জ্বল থাকবে— এমন ধারণা অনেকের। তবে গবেষণা ও চিকিৎসকরা বলছেন, প্রকৃতপক্ষে উজ্জ্বল, টানটান ও ব্রণমুক্ত ত্বকের চাবিকাঠি লুকিয়ে আছে ভেতর থেকে যত্নে— যার বড় অংশজুড়ে রয়েছে খাদ্যাভ্যাস বা ‘স্কিন কেয়ার ডায়েট’।
বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত খেলে ত্বক থাকবে দাগহীন, দীপ্তিময় ও স্বাস্থ্যকর। নিচে তুলে ধরা হলো ত্বকের জন্য উপকারী কিছু গুরুত্বপূর্ণ খাবারের তালিকা ও তাদের কার্যকারিতা:
ত্বকের যত্নে যেসব খাবার উপকারী
কুমড়ার বীজ: জিঙ্ক-সমৃদ্ধ কুমড়ার বীজ ত্বকে প্রদাহ কমায় এবং ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে।
দই: প্রোবায়োটিক সমৃদ্ধ দই হজমে সহায়ক, যা অন্ত্রের পাশাপাশি ত্বকের স্বাস্থ্যও উন্নত করে।
সবুজ শাকসবজি: এই ধরনের শাকসবজিতে থাকে ভিটামিন এ, সি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল রাখতে সহায়তা করে।
গাজর: গাজরে রয়েছে বিটা-ক্যারোটিন, যা শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়ে ত্বকের কোষ পুনর্গঠন করে ও সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে।
পেঁপে: পেঁপেতে থাকা এনজাইম প্যাপাইন, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
আম: আমে রয়েছে প্রচুর ভিটামিন এ ও সি, যা কোলাজেন উৎপাদনে সহায়ক। এটি ত্বককে করে টানটান ও উজ্জ্বল।
অলিভ অয়েল ও বাদাম: অলিভ অয়েল-এ থাকে স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন ই। বাদামে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, সেলেনিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের দীপ্তি বজায় রাখতে সাহায্য করে।
বয়স ধরে রাখতে সাহায্য করে যেসব খাবার
বোন ব্রথ (হাড়ের ঝোল): কোলাজেন ও জিলেটিনের চমৎকার উৎস, যা ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে পারে।
ডিমের সাদা অংশ: প্রোলিন ও গ্লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড কোলাজেন গঠনে সহায়তা করে।
ফিশ অয়েল: ত্বকের প্রদাহ কমায়, আর্দ্রতা বজায় রাখে এবং কোলাজেন রক্ষা করে ত্বককে করে টানটান।
যেসব খাবার এড়িয়ে চলা উচিত
চিনি: অতিরিক্ত চিনি গ্লাইকেশন নামক প্রক্রিয়ার মাধ্যমে কোলাজেন ও ইলাস্টিনকে ক্ষতিগ্রস্ত করে, ফলে ত্বকে বলিরেখা দেখা দেয় ও স্থিতিস্থাপকতা কমে যায়।
সাদা রুটি ও রিফাইন কার্বোহাইড্রেট: রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিয়ে ত্বকে প্রদাহ সৃষ্টি করে এবং ব্রণ হওয়ার ঝুঁকি বাড়ায়।
ডিপ ফ্রাই ও তৈলাক্ত খাবার: এসব খাবার ত্বকে প্রদাহ বাড়িয়ে দেয়, যা ত্বককে নিস্তেজ ও বিবর্ণ করতে পারে।
সুস্থ ত্বক পেতে শুধুমাত্র বাহ্যিক যত্ন যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক ও পুষ্টিকর খাদ্যাভ্যাস। ভেতর থেকে পুষ্টি সরবরাহের মাধ্যমেই সম্ভব দাগহীন, উজ্জ্বল এবং তারুণ্যদীপ্ত ত্বক অর্জন। তাই এখনই খাদ্যতালিকায় যুক্ত করুন এসব উপকারী খাবার এবং ত্বক রাখুন সুস্থ ও উজ্জ্বল।
ঢাকা এক্সপ্রেস/এফএন/আরইউ