ঢাকা, রোববার, ১০ আগস্ট ২০২৫

২৬ শ্রাবণ ১৪৩২, ১৫ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র: ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি
Scroll
‘শূন্য’ রিটার্নের বিধান নেই, দিলে হতে পারে ৫ বছরের জেল: এনবিআর
Scroll
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মদিন আজ
Scroll
ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা
Scroll
ঢাকার নিউ মার্কেট থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯
Scroll
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজ থেকে ট্রাকে মিলবে টিসিবি’র পণ্য
Scroll
খসড়া ভোটার তালিকা প্রকাশ: দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ
Scroll
এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
Scroll
কুষ্টিয়ায় ভাড়া বাসা থেকে ঊর্মি খাতুন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার
Scroll
প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে বিক্ষোভ, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৪৬৬
Scroll
ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণ করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

সম্পর্কের ইতি টানবেন কখন?

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১:৫০, ২৫ জুন ২০২৫ | আপডেট: ১১:৫১, ২৫ জুন ২০২৫

সম্পর্কের ইতি টানবেন কখন?

দুজন মানুষকে ভালোবেসে একসঙ্গে থাকতে হলে বিশ্বাস ও শ্রদ্ধাবোধ জরুরি। তবে দিন দিন যদি কমতে থাকে এই বিশ্বাস ও শ্রদ্ধাবোধ, তাহলে সম্পর্ক নিয়ে আরো একবার ভেবে দেখুন। একটি ভুল সম্পর্ক হতে পারে আপনার ভবিষ্যতের জন্য হুমকি। কিছু কিছু লক্ষণ দেখা দিলে সম্পর্ক থেকে বের হয়ে আসাই ভালো। 

ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আদান-প্রদানের নির্দিষ্ট ভারসাম্য থাকতে হবে। কিন্তু যদি এমনটি হয় আপনার সঙ্গী ধরেই নিয়েছে আপনি আর কোথাও যাবেন না তাকে ছেড়ে এবং সেজন্য আপনার সঙ্গে সে প্রতিনিয়ত অন্যায় আচরণ করছে, আর অজুহাত দিচ্ছে কাজের প্রেশার- তার মানে আপনি ‘টেকেন ফর গ্র্যান্টেড’ হয়ে গেছেন! এই সম্পর্ক আর টেনে নেওয়ার মানে হয় না। মনে রাখবেন আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো সম্পর্কেই সম্মান পাওয়া যায় না। 

সম্পর্কে বন্ধুত্ব থাকা অত্যাবশ্যক। সেই বন্ধুত্ব নষ্ট হয়ে গেলে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না। যদি দেখেন সম্পর্কে আর বন্ধুত্ব টিকে নেই তাহলে সে সম্পর্ক তাড়াতাড়ি শেষ হওয়ার আশঙ্কা থাকে। 

সম্পর্কে শ্রদ্ধাবোধ হারিয়ে যাচ্ছে? ঝগড়া হলেই কি শুনতে হয় অপমানজনক কথা? দেরি না করে সম্পর্ক নিয়ে সঠিক সিদ্ধান্ত নিন। কারণ সম্পর্কে ভালোবাসা অবশ্যই জরুরি, কিন্তু শ্রদ্ধাবোধ থাকাটাও প্রয়োজন।

সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের ভেতর থেকে আজকাল সাড়া পাচ্ছেন না? অনেকটা বাধ্য হয়ে সম্পর্ক বয়ে নিয়ে যাচ্ছেন? তাহলে নিজের মনের কথা শুনুন। আরেকবার ভেবে দেখুন, বেশিদূর যাওয়াটা ঠিক হবে কিনা। 

কথায় কথায় আজকাল সঙ্গীর সঙ্গে ঝগড়া হচ্ছে? প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা? সময় নিয়ে বসে সমাধানের চেষ্টা করুন। দুইজন যদি একমতে পৌঁছাতে না পারেন, তবে সম্পর্কের তিক্ততা আর বাড়তে না দিয়ে বেরিয়ে আসুন।

সঙ্গী প্রতারণা করছে না তো? মনে রাখবেন, সম্পর্কে বিশ্বাস না থাকলে সেটি নিয়ে কখনও বেশিদূর আগানো যায় না। আর প্রতারণার থেকে বড় বিশ্বাসঘাতকতা নেই। প্রতারণার উপযুক্ত প্রমাণ পেলে সেই সম্পর্ক টেনে না নেওয়াটাই শ্রেয়।

ঢাকা এক্সপ্রেস/আরই/আরইউ

আরও পড়ুন