গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় শহিদুল ইসলাম (২৮) নামের এক আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৯ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে জেলার ইটনা উপজেলার পুরান বাজারের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, র্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়কের নির্দেশনায় কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সিপিএসসি, র্যাব-০১, তথ্য প্রযুক্তির মাধ্যমে শহিদুল ইসলামের অবস্থান শনাক্ত করে। এরপর ইটনা উপজেলার পুরান বাজারের ‘তালুকদার ঠাকুর গেস্ট হাউজ’এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে শহিদুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে র্যাব জানিয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।