শিরোনাম
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৯:০৩, ৩ জুন ২০২৫
ছবি: সংগৃহীত
আজ আমরা জানবো রেস্টুরেন্ট-স্টাইলে সুস্বাদু গরুর মাংসের ঝাল ঝোল রেসিপি।
গরুর মাংসের ঝাল ঝোল: রেসিপি ও প্রস্তুত প্রণালী
উপকরণ:
গরুর মাংস– ১ কেজি (মাঝারি টুকরো করে কাটা)
পেঁয়াজ কুচি– ২ কাপ
আদা বাটা– ১ টেবিল চামচ
রসুন বাটা– ১ টেবিল চামচ
টক দই– ৩ টেবিল চামচ
টমেটো– ২টি (কুচি করা)
কাঁচা মরিচ– ৬-৮টি
শুকনা মরিচ গুঁড়া– ১ চা চামচ
হলুদ গুঁড়া– ১ চা চামচ
জিরা গুঁড়া– ১ চা চামচ
ধনে গুঁড়া– ১.৫ চা চামচ
গরম মসলার গুঁড়া– আধা চা চামচ
লবণ– পরিমাণমতো
তেল– আধা কাপ
দারুচিনি, এলাচ, লবঙ্গ – পরিমাণমতো (ফোড়নের জন্য)
পানি– প্রয়োজনমতো
রান্নার পদ্ধতি:
প্রথমে মাংস ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিন। একটি বড় হাঁড়িতে তেল গরম করে তাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে হালকা ভাজুন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। তাতে আদা-রসুন বাটা দিয়ে নেড়ে নিন যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয়। এবার হলুদ, মরিচ, জিরা, ধনে গুঁড়া এবং টমেটো দিয়ে মসলা কষিয়ে নিন। প্রয়োজনে অল্প পানি ছিটিয়ে দিন যাতে মসলা পুড়ে না যায়। মসলা থেকে তেল ছাড়লে মাংস দিয়ে দিন। সঙ্গে দিন দই ও লবণ। এবার ঢেকে দিন এবং মাঝারি আঁচে ২৫–৩০ মিনিট ভালোভাবে কষিয়ে নিন। মাংস যখন কষানো হয়ে যাবে, তখন প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে দিন এবং নরম হওয়া পর্যন্ত রান্না করুন। শেষে কাঁচা মরিচ ও গরম মসলার গুঁড়া দিয়ে আরো ৫ মিনিট রান্না করে নামিয়ে নিন।
এই গরুর মাংসের ঝাল ঝোল আপনি ভাত, পোলাও, কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ