ঢাকা, রোববার, ১০ আগস্ট ২০২৫

২৬ শ্রাবণ ১৪৩২, ১৫ সফর ১৪৪৭

শিরোনাম

Scroll
৬-১ ব্যবধানে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেল বাংলাদেশি মেয়েরা
Scroll
ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র: ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি
Scroll
‘শূন্য’ রিটার্নের বিধান নেই, দিলে হতে পারে ৫ বছরের জেল: এনবিআর
Scroll
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মদিন আজ
Scroll
ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা
Scroll
ঢাকার নিউ মার্কেট থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯
Scroll
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজ থেকে ট্রাকে মিলবে টিসিবি’র পণ্য
Scroll
খসড়া ভোটার তালিকা প্রকাশ: দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ
Scroll
এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
Scroll
কুষ্টিয়ায় ভাড়া বাসা থেকে ঊর্মি খাতুন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার
Scroll
প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে বিক্ষোভ, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৪৬৬
Scroll
ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণ করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বিচ্ছেদের পর অস্কারজয়ী অভিনেত্রীকে ডেটিংয়ের প্রস্তাব দেন ট্রাম্প

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩:৩৬, ১০ আগস্ট ২০২৫ | আপডেট: ১৩:৪৪, ১০ আগস্ট ২০২৫

বিচ্ছেদের পর অস্কারজয়ী অভিনেত্রীকে ডেটিংয়ের প্রস্তাব দেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী এমা থম্পসনকে ডেটিংয়ের প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন দশক আগে এমনই এক ঘটনার মুখোমুখি হন অভিনেত্রী যা সাম্প্রতিক সময়ে প্রকাশ করেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে ব্রিটিশ অভিনেত্রী এমা থম্পসন এ ঘটনা শেয়ার করেন। ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং এক চমকপ্রদ ঘটনার মাঝে ট্রাম্প্রের সেই প্রস্তাবও উঠে আসে আলোচনায়। হ্যারি পটার খ্যাত এই অভিনেত্রী জানান, তার বিবাহবিচ্ছেদের দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করে ডেটের প্রস্তাব দিয়েছিলেন।

ট্রাম্প সম্পর্কে থম্পসন বলেন, ১৯৯৮ সালে রাজনৈতিক ব্যঙ্গচিত্রভিত্তিক চলচ্চিত্র প্রাইমারি কালারস–এর শুটিং চলাকালে তার ট্রেলারের ভ্যান থেকে একটি ফোন আসে। ফোনের ওপাশ থেকে শোনা যায়, ‘হ্যালো, আমি ডোনাল্ড ট্রাম্প বলছি।’ প্রথমে তিনি ভেবেছিলেন এটি কোনো মজা বা প্র্যাঙ্ক কল। কিন্তু ট্রাম্প সরাসরি বলেন, ‘আমার এখানে কোনো একটি সুন্দর জায়গায় এসে থাকুন, হয়তো আমরা একসঙ্গে ডিনার করতে পারি।’

থম্পসন ভদ্রভাবে উত্তর দেন, ‘খুবই সুন্দর বলেছেন। ধন্যবাদ, আমি ভেবে দেখব।’

শুরুতে সন্দেহ থাকলেও পরে তিনি বুঝতে পারেন, আসলেই ট্রাম্পই ফোন করেছিলেন যিনি তখন মারলা মেপলসের সঙ্গে বিচ্ছেদের পর একা ছিলেন। থম্পসনের মতে, ট্রাম্প সম্ভবত উপযুক্ত সঙ্গিনী খুঁজছিলেন আর এজন্যই হয়তো তার নম্বর পর্যন্ত বের করে ফেলেছিলেন।

মজা করে তিনি বলেন, ‘আমি যদি হ্যাঁ বলতাম, হয়তো আমেরিকার ইতিহাসই অন্যরকম হতো!’

১৯৮৭ সালে ‘ফরচুনস অব ওয়ার’–এর শুটিংয়ে প্রেমে পড়েন এমা থম্পসন ও তার প্রাক্তন স্বামী কেনেথ ব্রানাহ এবং ১৯৮৯ সালে বিয়ে করেন দুজন। ১৯৯৫ সালে ব্রানাহর হেলেনা বোনহ্যাম কার্টারের সঙ্গে সম্পর্কের কারণে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৩ সালে থম্পসন অভিনেতা গ্রেগ ওয়াইজকে বিয়ে করেন। দীর্ঘ চার দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমায় দেখা গেছে তাকে। পেয়েছেন দুইবার অস্কার পুরস্কার।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন